ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

টি-টেনে অভিষেকেই ম্যাচসেরা তামিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৭, ১৬ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

সংযুক্ত আরব আমিরাতে চলছে ক্রিকেটের নতুন ফরম্যাট টি-টেন লিগ। ১০ ওভারের এই টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচেই জাত চেনালেন বাংলাদেশের সেরা উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। তাঁর দুর্দান্ত অর্ধশতকে জয় পেয়েছে তার দল পাখতুনস।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টিম শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাখতুনসের অধিনায়ক শহীদ আফ্রিদি। ব্যাট করতে নেমে দলকে দারুণ শুরু এনে দেন তামিম ইকবাল ও আহমেদ শেহজাদ। ১০ ওভারে ৬ উইকেটে ১১১ রান সংগ্রহ করে পাখতুনস। ২৭ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন তামিম।

১১২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেটে ৮৪ রানেই থেমে যায় টিম শ্রীলঙ্কার ইনিংস। ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন তামিম।

 

সূত্র : ক্রিকইনফো

/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি