স্মিথের ডাবল সেঞ্চুরি, মার্শের দেড়শো
প্রকাশিত : ১৪:৩৭, ১৬ ডিসেম্বর ২০১৭
টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি পূর্ণ করলেন অজি অধিনায়ক স্মিভেন স্মিথ। নিয়মিত হেসেই চলেছে তার ব্যাট। আর দীর্ঘদিন পর দলে ফেরা মিচেল মার্শও তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। দুজনের ব্যাটিংয়ে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে পার্থে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে বড় লিডের দিকে এগুচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪০৩ রানের জবাবে ৪ উইকেটে ৪৯৩ রান তোলে ফেলেছে স্টিভ স্মিথের দল। স্টিভ স্মিথ ২০৪ ও মিচেল মার্শ ১৫০ রানে অপরাজিত আছেন।
পাঁচ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ইতোমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে আছে।
সূত্র : ক্রিকইনফো
/এমআর