ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

অস্ট্রেলিয়ার অ্যাশেজ জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৮, ১৮ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৪:৩২, ১৮ ডিসেম্বর ২০১৭

গত অ্যাশেজে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ৩-২ ব্যবধানে হেরে অ্যাশেজ ট্রফি হাতছাড়া হয়েছিলো অস্ট্রেলিয়ার। এবার নিজেদের মাঠে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচ জিতেই অ্যাশেজ ট্রফি জিতে নিয়েছে স্টিভ স্মিথের দল। পার্থে তৃতীয় টেস্টে ইনিংস ও ৪১ রানে জিতেছে অস্ট্রেলিয়া।

৪ উইকেটে ১৩২ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। হ্যাজেলউডের মারাত্মক বোলিংয়ে ২১৮ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। ৪৮ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছেন অজি পেসার হ্যাজেলউড। এছাড়া প্যাট কামিন্স ও নাথান লায়ন ২টি করে উইকেট লাভ করেন।

প্রথম ইনিংসে ২৩৯ রানের অনবদ্য ইনিংসের জন্য ম্যাচসেরা হয়েছেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ।

 

সূত্র : ক্রিকইনফো

/এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি