ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘মেসি বিশ্বকাপ জেতাতে পারে আর্জেন্টিনাকে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮, ২০ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১০:৪১, ২০ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মেসির মতো একসময় আর্জেন্টিনা দলে ১০ নম্বর জার্সিটা পড়তেন তিনি। দুজনে একই সাথে খেলেছেন অনেক দিন। তাই মেসির সামর্থ সম্পর্কে অবগত আছেন তিনি। বলছিলাম সাবেক আর্জেন্টাইন তারকা হুয়ান রিকুয়েলমের কথা। সম্প্রতি লিওনেল মেসিকে নিয়ে কথা বলতে গিয়ে রিকুয়েলমে বলেন, সেরা ফর্মে থাকলে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিততে পারেন লিওনেল মেসি।

রাশিয়া বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে থাকা আর্জেন্টিনার সঙ্গী আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া। ধুঁকতে ধুঁকতে বাছাইপর্ব পার হওয়া মেসিদের তাই এবারের বিশ্বকাপে তেমন জোরালো ফেভারিট ভাবা হচ্ছে না। তবে মেসি জ্বলে উঠলে আর্জেন্টিনাই বিশ্বকাপ জিতবে বলে বিশ্বাস করেন রিকুয়েলমে।

 

সূত্র : গোলডটকম

//এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি