ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মিলারের দ্রুততম সেঞ্চুরিতে ভাগ বসালেন রোহিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪০, ২৩ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১২:৫০, ২৩ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

কিছুদিন আগেই বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৩৫ বলে সেঞ্চরি করে রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডেভিড মিলার। সেই রেকর্ডে ভাগ বসালেন রোহিত শর্মা। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৫ বলে শতক পূর্ণ করেছেন রোহিত শর্মা। রোহিত-ঝড়ে ৮৮ রানে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক ভারত।

টসে হেরে ব্যাট করতে নামা ভারতকে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার রোহিম শর্মা ও লোকেশ রাহুল। ১২ দশমিক ৪ ওভারে ১৬৫ রানের রেকর্ড জুটি গড়েন দুজন। রোহিত শর্মা ৪৩ বলে ১২ চার ও ১০ ছক্কায় ১১৮ রানের টর্নেডো ইনিংস খেলেন। ৩৫ বলে সেঞ্চুরি করেন রোহিত। রোহিত শতক পেলেও শতক বঞ্চিত হন লোকেশ রাহুল। ৮৯ রান করেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ২৬০ রান তোলে ভারত।

২৬১ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৭২ রানে থেমে যায় লঙ্কানদের ইনিংস। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেন কুশল পেরেরা। এছাড়া উপুল থারাঙ্গা ৪৭ ও নিরোশান ডিকভেলা করেন ২৫ রান করেন।

ভারতের পক্ষে জুবেন্দ্র চাহাল ৪টি ও কুলদীপ যাদব ২টি ‍উইকেট লাভ করেন।

বিস্ফোরক ইনিংসের জন্য ম্যাচসেরা হন রোহিত শর্মা।

 

সূত্র : ক্রিকইনফো

//এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি