ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪

ঢাকাকে হারিয়ে চ্যাম্পিয়ন খুলনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৬, ২৩ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২১:১৯, ২৩ ডিসেম্বর ২০১৭

এবারের জাতীয় ক্রিকেট লিগে ইনিংস ব্যবধানে জয় দিয়ে শিরোপা উৎসব করেছে খুলনা। খুলনার কাছে ইনিংস ৪৯ রানে হেরে দ্বিতীয় স্তরে নেমে গেছে ঢাকা। এদিন ম্যাচের মূল্যবান ১০ উইকেট নিয়ে একাই ঢাকাকে গুঁড়িয়ে দিয়েছেন তরুণ অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ। এদিকে রংপুরের সঙ্গে প্রথম স্তরের অন্য ম্যাচে ড্র করেছে বরিশাল।

জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের শেষ দিনে খুলনাকে ব্যাটিংয়ে পাঠাতে ঢাকার দরকার ছিল  ১৭৭ রান। সেটি করতে ব্যর্থ হয় মোহাম্মদ শরীফের দল। শিরোপা জেতা খুলনার পয়েন্ট ২৫, আর ঢাকার ১০।

শনিবার বিকেএসপির তিন নম্বর মাঠে ৪ উইকেট ১৬৯ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করা ঢাকা গুটিয়ে যায় ২৯৭ রানে। প্রথম ইনিংসে ২৪ রানে ৭ উইকেট নেওয়া অফ স্পিনার মিরাজ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নেন ৮৯ রান দিয়ে।

এদিন ৩৫ রান নিয়ে চতুর্থ দিনে ব্যাট শুরু করা তাইবুর রহমান ফিরে যান পঞ্চাশ রান করে। পরপর দুই ওভারে তাইবুর ও রনি তালুকদারকে ফিরিয়ে দেন ম্যাচ সেরা মিরাজ। আর নাদিফকে ফিরিয়ে দলকে জয়ের কাছে নিয়ে যান রুবেল হোসেন। শরীফকে বিদায় করেন অধিনায়ক আব্দুর রাজ্জাক।

পরে আর বেশি দূর এগোয়নি ঢাকার ইনিংস। দেওয়ান সাব্বিরকে ফিরিয়ে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ম্যাচে ১০ উইকেট নেন মিরাজ। ম্যাচের সেরা খেলোয়াড় হন তরুণ অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ।

সংক্ষিপ্ত স্কোর:

ঢাকা ১ম ইনিংস: ১১৩

খুলনা ১ম ইনিংস: ৪৫৯/৮ ইনিংস ঘোষণা

ঢাকা ২য় ইনিংস: (তৃতীয় দিন শেষে ১৬৯/৪) ৯৯.৫ ওভারে ২৯৭ (জাহিদ ২০, রকিবুল ৫৮, শুভাগত ২৫, তাইবুর ৫১, মজিদ ২৭, নাদিফ ৪৩, রনি ০, শরীফ ৪৭, নাজমুল ৬*, শাহাদাত ০, সাব্বির ১৩; মুস্তাফিজ ১/৩৫, মিরাজ ৩/৮৯, রুবেল ৩/৬৪, রাজ্জাক ২/৮৯, মেহেদি ১/১৯)

ফল: খুলনা ইনিংস ও ৪৯ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: মেহেদী হাসান মিরাজ

 

এক নজরে জাতীয় ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন দলগুলো:

১৯৯৯-২০০০ (প্রথম শ্রেণির মর্যাদা ছিল না)। চ্যাম্পিয়ন চট্টগ্রাম

২০০০-২০০১ চ্যাম্পিয়ন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

২০০১-২০০২ চ্যাম্পিয়ন ঢাকা

২০০২-২০০৩ চ্যাম্পিয়ন খুলনা

২০০৩-২০০৪ চ্যাম্পিয়ন ঢাকা

২০০৪-২০০৫ চ্যাম্পিয়ন ঢাকা

২০০৫-২০০৬ রাজশাহী

২০০৬-২০০৭ চ্যাম্পিয়ন ঢাকা

২০০৭-২০০৮ চ্যাম্পিয়ন খুলনা

২০০৮-২০০৯ চ্যাম্পিয়ন রাজশাহী

২০০৯-২০১০ চ্যাম্পিয়ন রাজশাহী

২০১০-২০১১ চ্যাম্পিয়ন রাজশাহী

২০১১-২০১২ চ্যাম্পিয়ন রাজশাহী

২০১২-২০১৩ চ্যাম্পিয়ন খুলনা

২০১৩-২০১৪ চ্যাম্পিয়ন ঢাকা

২০১৪-২০১৫ চ্যাম্পিয়ন রংপুর

২০১৫-২০১৬ চ্যাম্পিয়ন খুলনা

২০১৬-১৭ চ্যাম্পিয়ন খুলনা

২০১৭-১৮ চ্যাম্পিয়ন খুলনা

 

আর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি