ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

টি-টোয়েন্টিতে ভারতের কাছে ধবলধোলাই শ্রীলঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৪, ২৫ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১১:৩১, ২৫ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক ভারতের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে সফরকারী শ্রীলঙ্কা। গতকাল রোববার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ভারতের কাছে ৫ উইকেটে হেরেছে থিসারা পেরেরার দল।

মুম্বাইয়ে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক রোহিত শর্মা। শুরুটা মোটেও ভালো হয় নি স্বাগতিকদের। স্কোরবোর্ডে ১৮ রান ‍উঠতেই সাজঘরে ফিরেন ডিকভেলা, কুশল পেরেরা ও উপুল থারাঙ্গা। গুনারাত্নের ৩৬, সামারাভিক্রমার ২১ ও সানাকার অপরাজিত ২৯ রানে কল্যাণে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৫ তুলে শ্রীলঙ্কা। ভারতের পক্ষে পেসার জয়দেব উনাদকাট ও হার্দিক পান্ডিয়া ২টি করে উইকেট লাভ করেন।

১৩৬ রানের লক্ষে খেলতে নেমে ১৭ রানে লোকেশ রাহুলকে হারালোও সমস্যা হয়নি ভারতের। ৪ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। মানিশ পান্ডে ৩২ ও শ্রেয়াস আয়ার ৩০ রান করেন। এছাড়া দিনেশ কার্তিক ১৮ ও এমএস ধোনি ১৬ রানে অপরাজিত থাকেন।

ম্যাচ ও সিরিজসেরা দুটি পুরষ্কারই উঠেছে জয়দেব উনাদকাটের হাতে।

 

সূত্র : ক্রিকইনফো

/এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি