ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

ফাইনালের লক্ষ্য নিয়ে দেশ ছেড়েছে যুবারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৩, ২৬ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১২:৪৯, ২৬ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গতবারের আসরটি বসেছিলো বাংলাদেশে। ঘরের মাঠে তৃতীয় হয়েছিলো মেহেদি হাসান মিরাজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আসর বসছে নিউজিল্যান্ডে। বিশ্বকাপে অংশ নিতে সোমবার রাতে দেশ ছেড়েছে যুবারা। দেশ ছাড়ার আগে ফাইনালে খেলার লক্ষ্যের কথা জানিয়ে গেলেন অধিনায়ক সাইফ হাসান।

সাইফ বলেন, লক্ষ্য থাকবে ফাইনাল খেলা। আমরা ম্যাচ বাই ম্যাচ যাব। প্রথম রাউন্ডে ভালো করলে পরে কোয়ার্টার-ফাইনাল আছে, ওভাবে ধাপে ধাপে এগোনোর পরিকল্পনা আমাদের।

নিউজিল্যান্ডের পরিবেশে মানিয়ে নিতে বিশ্বকাপের আগে ওটাগো একাদশের বিপক্ষে ডানেডিনে ১, ৩ ও ৫ জানুয়ারি তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে যুবারা।

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ নামিবিয়ার বিপক্ষে ১৩ জানুয়ারি। গ্রুপ পর্বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বাকি দুই প্রতিদ্বন্দ্বী হলো কানাডা ও ইংল্যান্ড।

 

//এমআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি