ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

স্মিথের সেঞ্চুরি, মেলবোর্ন টেস্ট ড্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২০, ৩০ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২৩:৪১, ৩১ ডিসেম্বর ২০১৭

সেঞ্চুরি দিয়েই বছর শেষ করলেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। তার সেঞ্চুরির কল্যাণে ইংল্যান্ডের বিপক্ষে মেলবোর্ন টেস্ট ড্র করেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

২ উইকেটে ১০৩ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। তখনও ইংল্যান্ডের চেয়ে ৬১ রানে পিছিয়ে ছিলো অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়াকে বিপদে পড়তে দেন নি অজি অধিনায়ক ও সহ-অধিনায়ক। ইংলিশ বোলারদের হতাশায় পুড়িয়ে ১০৭ রানের জুটি গড়েন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। ৮৬ রান করে ওয়ার্নার ফিরে গেলেও শতক তুলে অপরাজিত থাকেন স্মিথ। পঞ্চম উইকেট জুটিতে অবিচ্ছিন্ন ৮৫ রানের জুটি গড়েন স্মিথ ও মিচেল মার্শ।

প্রথম ইনিংসে অপরাজিত ২৪৪ রানের ইনিংসের জন্য ম্যাচসেরা হয়েছেন অ্যালিস্টার কুক। ৫ ম্যাচের অ্যাশেজ সিরিজে ৩-০ তে এগিয়ে থেকে ইতোমধ্যে সিরিজ জিতে নিয়েছে স্মিথবাহিনী।

 

সূত্র : ক্রিকইনফো

/এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি