ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

হামসিককে ম্যারাডোনার উপহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২২, ৩০ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২১:২৮, ৩১ ডিসেম্বর ২০১৭

সিরি-আ লীগে নাপোলির হয়ে সর্বোচ্চ গোল করায় আর্জেন্টাইন কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনার কাছ থেকে উপহার পেয়েছেন মারেক হামসিক। গত সপ্তাহে ম্যারাডোনার দীর্ঘদিনের সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙ্গেছেন নাপোলির এই অধিনায়ক। ক্রোটোনের বিপক্ষে শুক্রবার ১-০ গোলের জয়ের ম্যাচটিতে টেবিলের শীর্ষে থাকা নাপোলির হয়ে ক্যারিয়ারের ১১৭তম গোলটি করেন হামসিক।

ম্যাচের ১৭ মিনিটে জয়সূচক গোলটি করেন ১৭ নম্বর জার্সিধারী হামসিক। আর এই জয়ে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাসের থেকে চার পয়েন্ট এগিয়ে গেলো নাপোলি।

৩০ বছর বয়সী স্লোভাকিয়ান তারকা হামসিক বলেন বলেছেন, ম্যারাডোনার রেকর্ডকে ছাড়িয়ে যাওয়া অসাধারণ একটি অর্জন। কিন্তু এখন গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিটি ম্যাচে জয়লাভ করে পূর্ণ তিন পয়েন্ট ছিনিয়ে নেওয়া। ম্যারাডোনা আমাকে উপহার দিয়েছেন, কিন্তু সেটা কি তা বলা যাবেনা।

 

সূত্র : বাসস

/এমআর

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি