ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এএফসি কাপ নিশ্চিত করল সাইফ স্পোর্টিং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৯, ২ জানুয়ারি ২০১৮ | আপডেট: ০০:১৪, ৩ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশের দুটি ক্লাব এএফসি কাপ খেলবে এটি সবারই জানা। তবে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন হিসেবে আবাহনীর অংশ গ্রহণ অনেকটা নিশ্চিত থাকলেও অপর দলটির নাম অজানাই ছিল না। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে শেখ রাসেল ক্রীড়া চক্রকে হারিয়ে এএফসি কাপের প্লে-অফে খেলা নিশ্চিত করল সাইফ স্পোর্টিং ক্লাব।

মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২-১ গোলে জিতে সাইফ স্পোর্টিং এএফসি কাপ খেলার যোগ্যতা অর্জন করে। এর আগে প্রথম পর্বে দুই দলের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

প্রিমিয়ার লিগের ২০ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে সাইফ স্পোর্টিং। এএফসি কাপের প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করতে সেরা চারে থাকতে হবে। ২৯ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব পরের দুই ম্যাচ জিতলেও সাইফ স্পোর্টিংকে টপকাতে পারবে না। অন্যদিকে ২০ ম্যাচে সপ্তম হারের মাধ্যমে শেখ রাসেল ২৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে।

এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে শেখ রাসেল। জুয়েল রানার বাড়ানো ক্রস বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন ডিফেন্ডার অরূপ কুমার বৈদ্য।

খেলার দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে শেখ রাসেল। ৪৮তম মিনিটে গার্সিয়া দে কোরতাহারের হেডে সাইফ স্পোর্টিংয়ের ডিফেন্ডার আরিফুল ইসলামের গা ছুঁয়ে বল জালে জড়ায়। খেলার ৬৫তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে মতিন মিয়ার বাড়ানো ক্রসে মোহাম্মদ ইব্রাহিমের সাইড ভলিতে পরাস্ত হন গোলরক্ষক। এর মাধ্যমে ২-১ ব্যবধানে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং। মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ও টিম বিজেএমসি।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি