ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বর্ষসেরা ক্রিকেটার সাকিব, পপুলার্স চয়েজ মাশরাফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৯, ৬ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ২০১৭ বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন সাকিব আল হাসান। আর ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জিতেছেন পপুলার্স চয়েজ অ্যাওয়ার্ড।

শনিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার বাংলাদেশের দুই ক্রিকেট তারকার হাতে তুলে দেওয়া হয়। সংগঠনটি ১৯৬২ সালে যাত্রা শুরু করার পর ১৯৬৪ সাল থেকে প্রতিষ্ঠানটি দেশের ক্রীড়াবিদদের পুরস্কৃত করে আসছে।

বিএসপিএর বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার আগেই পেয়েছেন সাকিব। টেস্ট এবং টি-টুয়েন্টি অধিনায়ক এরপর দারুণ মর্যাদার বর্ষসেরা ক্রীড়াবিদের এ লড়াইয়ে শ্যুটার অর্ণব সাবাব লাদিফ এবং ফুটবলের জাফর ইকবালকে পেছনে ফেলে শেষ হাসি হাসেন সাকিব। অবশ্য সাকিবের জন্যে ২০১৭ সালটি ভালোই গেছে। ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে একই দলের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়েছিলেন। বছরের শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। বল হাতে দুই ইনিংসে পাঁচটি করে উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার বাংলাদেশকে টেস্ট জেতান।আর মাশরাফির নেতৃত্বে তো ২০১৫ সাল থেকে বাংলাদেশের ওয়ানডে দল একটি বদলে যাওয়া দলের নাম। সমীহ জাগানো নাম।

তারই ধারাবাহিকতায় ২০১৭ সালে মাশরাফির নেতৃত্বে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালে খেলেছে। আর পপুলার্স চয়েজ পুরস্কারটি মাশরাফি জিতেছেন বিএসপিএর ওয়েবসাইটে উন্মুক্ত ভোটাভুটিতে। সেই ভোটে সাকিবকেও হারিয়েছেন ওয়ানডে দলের ক্যাপ্টেন। সাকিব ছাড়াও এই পুরস্কারের জন্য মাশরাফির প্রতিদ্বন্দ্বী ছিলেন সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদ ও উঠতি ফুটবল তারকা জাফর ইকবাল।

কেআই/ টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি