ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিরাটের ব্যর্থতায় টুইটারে ট্রোলড অনুষ্কা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭, ৭ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসেই ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। মর্নি মর্কেলের বলে খোঁচা দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ভারত এই অধিনায়ক। মাত্র ৫ রানে আউট হন তিনি। বিদেশের ঘাসের পিচে অফ স্টাম্পের বাইরের বলে বিরাটের সমস্যা রয়েছে। ইংল্যান্ড সফরের সময় তা ধরা পড়েছিল। সেই পুরনো রোগেই আক্রান্ত হলেন তিনি। কিন্তু এখানেই শেষ নয়। ব্যাট হাতে বিরাটের এই ব্যর্থতার দায় গিয়ে পড়ছে নতুন বিয়ে করা বউ আনুশকার উপর।

ইতালিতে সিনেমার মত স্বপ্নের বিয়েই হয়েছিল বিরাট-আনুশকার। তারপর দেশে ফিরে রিসেপশন পর্ব এবং হানিমুন সেরে স্ত্রী-কে নিয়েই দক্ষিণ আফ্রিকা সফরে এসেছেন ভারত অধিনায়ক। মাত্র ৫ রান করেই প্যাভিলিয়ানে ফেরের ব্যর্থতায় বিরাটকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বেশ সমালোচনা। ক্রিকেটপ্রেমীদের আক্রমণ থেকে বাদ যায়নি স্ত্রী আনুশকা শর্মাও।

আনুশকাকে ট্রোল করে একের পর এক টুইট করতে থাকেন ভারতীয় সমর্থকরা।

এক ভারতীয় সমর্থক লেখেন, ‘এটাই সত্যি যে বিরাট কোহলি পুরো সিরিজেই কম রান বানাবে এবং পুরো সিরিজে আনুশকা শর্মা গালি খাবে।’

সূত্র : জি নিউজ

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি