ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ত্রিদেশীয় সিরিজে বাদ সৌম্য ও তাসকিন, ফিরলেন এনামুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৫, ৭ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৫:৫৮, ৮ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

 জিম্বাবুয়ে ও শ্রীলংকাকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এদল ঘোষণা করেন। এসময় আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমনও উপস্থিত ছিলেন।

ঘোষিত এ দলে এনামুল হক বিজয় দীর্ঘদিন পর স্থান পেলেন। দলে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ মিঠুনও। তবে বাদ পড়েছেন সৌম্য সরকার ও তাসকিন আহমেদ।

প্রায় আট বছর ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছে বাংলাদেশ। সর্বশেষ ২০১০ সালে সিরিজ আয়োজন করে স্বাগতিকরা। এক সঙ্গে মিরপুরের মাঠে খেলবে তিন দেশ- বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা।

১৫ জানুয়ারি সিরিজের উদ্বোধনী ম্যাচে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন, সাব্বির রহমান, ইমরুল কায়েস, আবুল হাসান রাজু ও সানজামুল ইসলাম।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি