ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

টেন্ডুলকারের মেয়েকে উত্যক্ত করায় যুবক গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫১, ৮ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:০২, ৯ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ক্রিকেট আইকন শচীন টেন্ডুলকারের মেয়ে সারাকে উত্যক্ত করায় দেবকুমার মেইটিকে (৩২) নামের এক যুবককে গ্রোপ্তার করেছে পুলিশ। শনিবার ওই যুবককে পশ্চিম বঙ্গ  থেকে আটক করেছে মোম্বাই ও পশ্চিম বঙ্গ পুলিশের যৌথ টিম।  

অভিযুক্ত দেবকুমারকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন মাহিসদল পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ পার্থ বিশ্বাস। 

তিনি জানান, অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে আরো বেশি তথ্যের জন্য লোকাল কোর্ট থেকে মোম্বাইয়ে স্থানান্তর করা হয়েছে।

অভিযুক্ত দেবকুমার মেইটির মা জানান, তার ছেলে মানসিক সমস্যায় ভুগছেন ।

স্থানীয় একজন পঞ্চায়েত নেতা বলেন, তার মানসিক সমস্যা রয়েছে এবং পরিবারকে প্রায়ই বিভিন্ন সমস্যায় মুখোমুখি করেন।

 

সূত্র:মুম্বাই মিরর

 

এম


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি