ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মুমিনুলের ডাবল সেঞ্চুরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৫, ১০ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সাফল্য পেলেন মুমিনুল হক। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলতে নেমে প্রথম দিনে দারুণ সেঞ্চুরি করা এই ব্যাটসম্যান দ্বিতীয় দিনে ডাবল সেঞ্চুরি করে এখনও মাঠ ছাড়েননি।। গত কাল ১৬৯ রান করেন তিনি।

আজ বুধবার সাভার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুষ্ঠিত ম্যাচে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে খেলতে নেমে পানি পানের বিরতির পর ২০০ রান করেন তিনি।  আর তা করতে বল খরচ করেছেন ২৫৫টি, ১৯টি চার ও দুটি ছক্কায় ইনিংসটি সাজান তিনি। মুমিনুলের ডাবল সেঞ্চুরির পর জাকির হাসান সেঞ্চুরি করেন। এর আগে  ইয়াসির আলী ৩৩, মোহাম্মদ আশরাফুল ১৩ ও অলক কাপালি ৩৫ রান করে সাজঘরে ফিরে যান।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১০৪.৩ ওভারে পূর্বাঞ্চলের সংগ্রহ পাঁচ উইকেটে ৪৩০ রান। ২০৩ রানে অপরাজিত আছেন মুমিনুল। তাঁর সঙ্গী জাকির অপরাজিত রয়েছেন ১০১ রানে।

/ এআর

   


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি