ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ক্রিকেটারদের সর্বোচ্চ পারিশ্রমিক ৩৫ লাখ টাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৯, ১২ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:৫৮, ১২ জানুয়ারি ২০১৮

আগামী ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। ফেব্রুয়ারি ৫ তারিখ শুরু হওয়ার কথা আসরটির আর প্লেয়ার্স ড্রাফট হবে ২০ জানুয়ারি। এরই মধ্যে খেলোয়াড়দের পারিশ্রমিকের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত তালিকা অনুযায়ী পাঁচ খেলোয়াড়ের সর্বোচ্চ ৩৫ লাখ টাকা করে পারিশ্রমিক ধরা হয়েছে। ‘আইকন’ গ্রেডে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়রা হলেন-মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ।

একই গ্রেডে আরো সাত ক্রিকেটার রয়েছেন যারা পারিশ্রমিক পাবেন ২৫ লাখ টাকা করে। তারা হলেন- ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস, এনামুল হক বিজয় ও রুবেল হোসেন।

‘এ’ প্লাস গ্রেডে মুমিনুল হক পাবেন ২৩ লাখ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত পাবেন ২২ লাখ টাকা করে।

একই গ্রেডে আরো আছেন সৌম্য সরকার, জহুরুল ইসলাম, শুভাগত হোম, শাহরিয়ার নাফীস, মোশাররফ হোসেন রুবেল, জিয়াউর রহমান, অলক কাপালি, ফরহাদ রেজা, আরিফুল হক, সানজামুল ইসলাম, মার্শাল আইয়ুব, মোহাম্মদ আল আমিন, নাদিফ চৌধুরী, মেহেদী মারুফ, তাইজুল ইসলাম, আবদুর রাজ্জাক, আবুল হাসান রাজু, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত ও নাজমুল ইসলাম অপু। তারা সবাই পারিশ্রমিক পাবেন ২০ লাখ টাকা করে।

এ ছাড়া ‘এ’ গ্রেডে আছেন তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি ও আবু হায়দার রনি। যাদের পারিশ্রমিক ১৮ লাখ টাকা করে। একই গ্রেডে মোহাম্মদ আশরাফুল থাকলেও তার পারিশ্রমিক ধরা হয়েছে ১৫ লাখ টাকা।

আর ‘বি’ প্লাস গ্রেডে রয়েছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় মেহরাব হোসেন জুনিয়র, মোহাম্মদ শহীদ। ‘বি’ গ্রিডে আছেন জাতীয় দলের বাইরে থাকা পেসার শাহাদাত হোসেন রাজীব।  তালিকায় মোট ২২৭ জন ক্রিকেটার আছেন। যেখানে সর্বনিম্ন পারিশ্রমিক তিন লাখ টাকা।

 

আর/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি