ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সাকিবকে পেতে চায় দিল্লি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৩, ১৩ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২২:২২, ১৩ জানুয়ারি ২০১৮

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে নিতে চায় দিল্লি ডেয়ারডেভিলস। আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর নিলামে তাকে পাওয়ার আশা করছে তারা। এমন খবর জানিয়েছেন দলটির একজন মুখপাত্র।

আগামী ২৭ ও ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএলের একাদশ আসরের নিলাম। নিলামে বাংলাদেশের আটজনসহ সর্বমোট এক হাজার ১২২ জন খেলোয়াড় অংশ নেবে। ওই নিলামের মাধ্যমে কোনো কোনো খেলোয়াড়দের দলে দেওয় হবে ইতোমধ্যে সেই নকশা কষে রেখেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

 সাকিব আল হাসান দিল্লি ডেয়ারডেভিলসের ইচ্ছার তালিকায় আছেন। এর আগের সাত আসরে তিনি কোলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন। তবে আসন্ন আসরের জন্য সাকিবকে ছেড়ে দেওয়ায় তাকে দলে নিতে অনেক বেশি আগ্রহী দিল্লি। এমন আভাস পাওয়া গেছে দিল্লির ফ্র্যাঞ্চাইজি থেকে। সাকিব ছাড়া কোলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীরকেও দলে নিতে আগ্রহী দিল্লি।

আইপিএলের ফ্র্যাঞ্চাইজি দলগুলো আসন্ন আসরের জন্য দলের বেশির ভাগ খেলোয়াড়দের নিলামের জন্য ছেড়ে দিয়েছে।

এবারের আপিএল এর নিলামে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে ৮ জন খেলোয়াড়। এরা হলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল্লাহ রিয়াদ, আবুল হাসান রাজু, সাব্বির রহমান ও লিটন কুমার দাস।        

এসি/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি