ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

বাংলাদেশের যুবারা কোয়ার্টার ফাইনালে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৫, ১৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৩:৩৬, ১৫ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

আফিফ হোসেনের অলরাউন্ড নৈপুণ্যে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ যুব দল। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে কানাডাকে ৬৬ রানে হারিয়েছে সাইফ হাসানের দল। এর আগে হারায় নামিবিয়াকে। সোমবারের ম্যাচের জয়ে কোয়াটার ফাইনাল নিশ্চিত করে যুবারা।

শুরুতে টস জিতে ৮ উইকেটে ২৬৪ রান তুলে প্রস্তুতি ম্যাচে হোঁচট খাওয়া বাংলাদেশ। তাদের শুরুটাও ছিল হোঁচট খেয়ে। ২৯ রানের মাঝে ফিরে গেছেন পিনাক ঘোষ ও অধিনায়ক সাইফ। মোহাম্মদ নাইম ওপেনিংয়ে অপরপ্রান্ত ধরে প্রতিরোধ দিয়েছিলেন। কিন্তু তাকে ৪৭ রানে ফেরান রোমেল শাহজাদ। এরপর মূল প্রতিরোধটা দেন তৌহিদ হৃদয় ও আফিফ হোসেন। তৌহিদ খেলেন ১২২ রানের অনবদ্য এক ইনিংস। অপর দিকে আফিফ বোল্ড হয়ে ফেরার আগে করেন ৫০। এই দুইজনের ব্যাটে ভর করেই ২৬৪ রান তুলে বাংলাদেশ যুবদল।

কানাডার পক্ষে বোলার ফয়সাল জামখান্দি ছিলেন সফল। ৮ ওভারে ৪৮ রান দিয়ে নেন ৫ উইকেট।

জবাবে কানাডা অবশ্য শুরুতে ছিল ধীরস্থির। ৯ ওভার পর্যন্ত দেখে শুনে খেলছিল তারা। আর দেখে শুনে খেলতে থাকা কানাডার মনোযোগে কাঁপন ধরান আফিফ। তার বোলিংয়েই টপ অর্ডার থিতু হতে পারেনি। তারা ৪৯.৩ ওভারে গুটিয়ে যায় ১৯৮ রানে। সর্বোচ্চ ৬৩ রান আসে অধিনায়ক আরস্লান খানের ব্যাট থেকে। আর হুমকি হয়ে দাঁড়ানো এই ব্যাটসম্যানকেই ফেরান আফিফ।

আফিফ ১০ ওভারে ৪৩ রান দিয়ে নেন ৫ উইকেট। দুটি নেন হাসান মাহমুদ। একটি করে নেন কাজী অনিক, রবিউল হক ও সাইফ হাসান। ব্যাট-বলে জ্বলে উঠা আফিফ হোসেন হয়েছেন ম্যাচসেরা।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি