ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রিয়াল ছাড়ছেন রোনালদো!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৭, ১৬ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:১১, ১৭ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বিখ্যাত খেলোয়াড়দের নিয়ে অনেকের আগ্রহ থাকে। প্রিয় তারকারা কোন দল ছাড়ছেন বা কোন দলে যোগদান করছেন এ নিয়ে। তেমনি একটি সংবাদ হয়েছে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন রোনালদো!

জানা গেছে, রিয়াল মাদ্রিদ ছাড়তে চায় রোনালদো। সেইসঙ্গে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরতে চান তিনি। এর কারণ হিসেবে জানা গেছে, রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ রোনালদোর বেতন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েও তা রক্ষা করেননি। শুধু তাই না, নেইমারকে দলে ভেড়ানোর পরিকল্পনাও ফাঁস হয়ে গেছে। এতেই রোনালদো প্রতারিত হয়েছেন বলে মনে করছেন।

পাঁচবারের বর্ষসেরা রোনালদো`র বর্তমান বেতন ২১ মিলিয়ন ইউরো। অন্যদিকে পিএসজি তারকা নেইমার ৩৬ ও বার্সেলোনার লিওনেল মেসির বাৎসরিক বেতন ৫০ মিলিয়ন ইউরো।

কিছুদিন আগেই ক্যারিয়ারের বাকি সময়টুকু রিয়ালে থাকার ইচ্ছার কথা জানান তিনি। কিন্তু সতীর্থদের এবার তিনি জানিয়েছেন সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরতে চান। আর রেড ডেভিলদের বর্তমান কোচ হোসে মরিনহোর সঙ্গে উষ্ণ সম্পর্কও রোনালদোর পুরনো ক্লাবে ফিরতে চাওয়ায় ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তথ্যসূত্র: ডেইলি মেইল।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি