ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বিশ্বকাপে বিশ্বরেকর্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৫, ১৭ জানুয়ারি ২০১৮

যুব বিশ্বকাপে অনন্য নজির স্থাপন করলেন কিউয়ি ওপেনার জেকব ভুলার। শুধু বিশ্বকাপেই নয়, অনূর্ধ্ব-১৯ পর্যায়ের বয়সভিত্তিক ক্রিকেটেও বিশ্বরেকর্ড গড়লেন তিনি।
কেনিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের ম্যাচে একাই করেন ১৮০ রান। ১৪৪ বলের ইনিংসে ১০টি চার ও ৫টি ছক্কা মারেন তিনি। বিশ্বকাপে তো বটেই, অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে এখনও পর্যন্ত এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
ম্যাচে নিউজিল্যান্ডও বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ দলগত ইনিংসের রেকর্ড গড়ে। জেকবের শতরান ছাড়াও রাচিন রবীন্দ্রর ১০১ বলে ১১৭ ও ফিন অ্যালেনের ৪০ বলে ৯০ রানের আক্রমণাত্মক ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৩৬ রান তোলে কিউয়িরা।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি