ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

হাথুরুর মোকাবেলায় মাঠে নামছে টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০০, ১৯ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। অবশ্য বাংলাদেশ ও শ্রীলঙ্কা বললে ভুল হবে, আজকের লড়াইটা তো মূলত টাইগারদের সাবেক কোচ হাথুরুসিংহে বনাম ম্যাশ বাহিনী। আর এতে ম্যাচের উত্তাপটাও ছড়াচ্ছে দারুণ।

টাইগারদের বাক-বচনে এমন ইঙ্গিত না থাকলেও তাদের শরীরী ভাষা বলছে ভিন্ন কথা। আজ শুক্রবার দুপুর ১২টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন।

সম্প্রতি হাথুরুসিংহে লঙ্কানদের কোচ হওয়ায় বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি উত্তাপ ছড়াচ্ছে বেশি। অবশ্য এই উত্তাপ গায়ে মাখছে না কোনও ক্রিকেটারই। ম্যাচটিতে মুখোমুখি হওয়ার আগে দুই দলের মানসিক অবস্থাও পুরো ভিন্ন। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ বড় ব্যবধানে জিতলেও শ্রীলঙ্কা দলটির কাছে হেরে মানসিকভাবে বেশ চাপের মধ্যেই আছে। তবে বাংলাদেশ ছেড়ে কথা বলতে চায়না শ্রীলঙ্কা।

লঙ্কান ব্যাটিং কোচ সামারাবিরা অবশ্য প্রথম ম্যাচটিতে হেরে যাওয়াতেই সব শেষ হয়ে গেছে বলে মনে করছেন না, ‘ত্রিদেশীয় সিরিজের মতো আসরে এমনটা ঘটতেই পারে। আমরা দুয়েকটি ম্যাচ হারতে পারি। কিন্তু জরুরী বিষয় হচ্ছে খেলাগুলো থেকে ইতিবাচক বিষয়গুলো নেওয়া। যেহেতু নিজেদের সেরা খেলাটা খেলতে পারিনি, তাই আমরা প্রথম ম্যাচে অল্প ব্যবধানে হেরেছি। যদি নিজেদের মেলে ধরতে পারি এবং সেরা খেলাটা খেলতে পারি। তাহলে বাংলাদেশের বিপক্ষে জিততে পারবো।’

এদিকে বছরের শুরুতে পেস বোলার রুবেল হোসেন ও বিস্ময় বালক মোস্তাফিজুর রহমানের দারুণ ফর্মে ফেরার ফলে মাশরাফি বাহিনীও আছে দারুণ ফুরফুরে মেজাজে। বিশেষ করে মোস্তাফিজুর রহমানের গত ম্যাচের ফারফরমেন্স মাশরাফির বোলিং আক্রমণকে আরও শাণিত করেছে। তাই ম্যাশবাহিনীর আত্মবল আছে তুঙ্গে। জিম্বাবুয়ের মতো শ্রীলঙ্কাকেও উড়িয়ে দিতে পারবে, এমনই আশা সাকিব-তামিমদের।

তবে মাশরাফিদের মনোবল যাই হোক হাথুরুসিংহের মনোবল বাড়াচ্ছে দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান। বর্তমান পারফরম্যান্সে বাংলাদেশ অনেকটা এগিয়ে থাকলেও পরিসংখ্যানে বাংলাদেশ বড় ব্যবধানেই পিছিয়ে! দুই দলের মুখোমুখি ৪১ লড়াইয়ে বাংলাদেশ জিতেছে মাত্র ৫ট ম্যাচে। বাকি ৩৪ ম্যাচে লঙ্কানরাই লঙ্কানরা টাইগারদের পরাজিত করেছে। এর মধ্যে ৩০টিরও বেশি ম্যাচে বড় ব্যবধানে টাইগারদের হারিয়েছে লঙ্কানরা।


এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি