ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জয়ে ফিরে খুশি জিদান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৫, ১৯ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

গত কয়েক সপ্তাহ ধরে জিনেদিন জিদানের চাওয়া ছিল একটাই- জয়। তিন ম্যাচ পর তার দেখা পেলেন রিয়াল মাদ্রিদের কোচ। মনের মতো পারফরম্যান্স দলের কাছে না পেলেও লেহানেসকে হারিয়ে যেন প্রাণ ফিরে পেলেন তিনি।

দুটি ড্র ও একটি হারের পর কোপা দেল রে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ১-০ গোলে জিতলো রিয়াল। বৃহস্পতিবারের এ ফল দলকে আবার জয়ের ধারায় ফিরিয়ে আনবে বিশ্বাস ফরাসি কোচের।

ম্যাচ শেষে জিদান বলেছেন, প্রতিপক্ষকে গোল না করতে দিয়ে আমরা অ্যাওয়ে গোল করলাম- আমাদের জন্য এটা খুব ভালো ফল।

মনের মতো পারফরম্যান্স হয়নি স্বীকার করলেন রিয়াল কোচ, ভালো খেলাটা আমাদের জন্য কঠিন ছিল। সেটা স্বাভাবিক, কারণ এই দলের বেশির ভাগ খেলোয়াড় নিয়মিত খেলে না। তবে দ্বিতীয়ার্ধটা অনেক ভালো ছিল।

জয়ের ব্যবধানটা ছোট হলেও খুশি জিদান, জয়ে ফেরাটা খুব দরকার ছিল আমাদের। বলবো না যে খুব ভালো খেলেছি আমরা। কিন্তু ফলটা গুরুত্বপূর্ণ। এটা ইতিবাচক। আশা করি এটা আমাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করবে। এই কঠিন জায়গায় আমরা জিততে চেয়েছিলাম। আমরা খুশি।’

 

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি