ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফার্নানদিনহোর সাথে চুক্তি নবায়ন করলো সিটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৩, ২০ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২০:১৫, ২০ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নানদিনহোর সাথে আরো দুই বছরের জন্য চুক্তি নবায়ন করেছে ম্যানচেস্টার সিটি। বিশ্বের শীর্ষ তিনজন ডিফেন্সিভ মিডফিল্ডারের মধ্যে ফার্নানদিনহোকে অন্যতম সেরা হিসেবে সব সময়ই বিবেচনা করে থাকনে সিটি বস পেপ গার্দিওলা।

নতুন চুক্তিতে ৩২ বছর বয়সী এ ব্রাজিলিয়ান ২০২০ পর্যন্ত সিটিতেই থাকবেন। ২০১৩ সালে ৩৪ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইউক্রেনিয়ান দল শাখতার দোনেতাস্ক থেকে সিটিতে যোগ দিয়েছিলেন ফার্নানদিনহো।

সিটির হয়ে তিনি দুটি প্রিমিয়ার লীগ শিরোপা ও দুটি লীগ কাপ জয় করেছেন। শাখতারের হয়েও ফার্নানদিনহো দারুন সফল ছিলেন। ছয়টি লীগ কাপ শিরোপা ছাড়াও ২০০৯ সালে ইউয়েফা কাপ জয় ছিল শাখতারের হয়ে তার সেরা অর্জন।

২০১৪ সালে ঘরের মাটিতে হতাশাজনক বিশ্বকাপে তিনি ব্রাজিল দলের সদস্য ছিলেন। সিটির সাথে নতুনভাবে যুক্ত হতে পেরে দারুন উচ্ছসিত ফার্নানদিনহো।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি