ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

‘যে চলে গেছে, তাকে নিয়ে আলাপ করাটাই বোকামি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৫, ২০ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২১:৫৭, ২০ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

যে চলে গেছে, তাকে নিয়ে আলাপ করাটাই বোকামি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ হাথুরু সিংহের বিষয়ে তিনি এ  মন্তব্য করেন।

এদিকে ত্রিদেশীয় সিরিজ শুরুর বেশ আগে থেকেই তুমুল আলোচনা চলেছে শ্রীলঙ্কার কোচ হয়ে হাথুরুসিংহের বাংলাদেশে ফেরা নিয়ে। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের আগে সেই আলোচনা আরোও বেশি উচ্চারিত হয়। পরে ম্যাচে বাংলাদেশের বিশাল জয়ের পর ঘুরেফিরে আসছে হাথুরুসিংহের প্রসঙ্গ।

তবে খালেদ মাহমুদ বাংলাদেশ দলের সাবেক এই কোচকে নিয়ে আলোচনার মানেই খুঁজে পান না। তিনি বলেন,“আমি আসলে হাথুরুসিংহের ব্যাপারটাই আনতে চাইনি বাংলাদেশ দলের মধ্যে। আমি মনে করি, যে চলে গেছে, তাকে নিয়ে আলাপ করাটাই বোকামি। উনি শ্রীলঙ্কার দায়িত্ব নেওয়ার পর প্রথম সফর বাংলাদেশে পড়েছে। হয়ত তাই কথা বেশি হয়েছে। কিন্তু আমাদের মাথায় কেবল দল কিভাবে আরও সামনে যাবে, সেই চিন্তাই ছিল। আমরা যাতে ভালো ক্রিকেট খেলতে পারি, আমরা আমাদের শক্তি ও দুর্বলতা নিয়ে অনেক কাজ করছি।”

মাহমুদ বলেন,“দিনশেষে, এটা ক্রিকেট খেলা। আমরা যার বিপক্ষেই খেলি, নিজেদের পরিকল্পনাগুলো কাজে লাগাতে হবে। যতোই ভালো পরিকল্পনা করি, কাজে না লাগাতে পারলে আমরা জিততে পারব না। আমরা ভাগ্যবান যে শেষ দুই ম্যাচে আমরা বেশ ভালোভাবেই পরিকল্পনাগুলো কাজে লাগাতে পেরেছি। এ কারণেই হয়তো আমরা রেকর্ড ব্যবধানে জিততে পেরেছি।”

তিনি আরোও বলেন, “আমাদের সিনিয়র ক্রিকেটাররা গত কয়েক বছর ধরে টানা পারফর্ম করে যাচ্ছে। আমাদের তরুণ ক্রিকেটাররাও যদি সিনিয়রদের সাথে মিলে পারফর্ম করা শুরু করে, তাহলে আমার মনে হয়, আমরা একটা সময় অপরাজেয় হতে পারব। তো আসলে চন্দিকার ব্যাপারটা আমাদের মাথায় আসেনি খুব একটা। খেলোয়াড়রাও এটা নিয়ে বেশি আলোচনা করতে চায়নি।”

 

এম/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি