ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রিয়ালের রবিবাসরীয় জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৯, ২২ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১০:৪১, ২২ জানুয়ারি ২০১৮

জোড়া গোলের রাতে রক্তাক্ত হন রোনালদো

জোড়া গোলের রাতে রক্তাক্ত হন রোনালদো

Ekushey Television Ltd.

ক্রিস্টিয়ানো রোনালদো ও নাচোর জোড়া গোলে রবিবাসরীয় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। স্থানীয় সময় রোববার রাতে দেপোর্তিভো লা করুনাকে ৭-১ গোলে হারিয়ে জয়ে ফিরল লস ব্লাঙ্কোসরা। এই জয়ের ফলে ১৯ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের চারে উঠে এলো রিয়াল।
নাচোর গোলে সমতায় ফিরলেও গোল পেতে গোল পেতে ৭৮ মিনিট অপেক্ষা করতে হয় রোনালদোকে। তবে দুজনই ম্যাচে দুটি করে গোল করেছেন।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেত রিয়াল। যদি ক্রিশ্চিয়ানো রোনালদোর হেড লক্ষ্যভ্রষ্ট না হতো। ২৩তম মিনিটে পাল্টা আক্রমণে দেপোর্তিভোকে এগিয়ে দেন আদ্রিয়ান লোপেজ। এক গোল হজম করার পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে পড়ে স্বাগতিকরা।
নিয়মিত বিরতিতে আক্রমণ চালিয়ে ম্যাচের ৩২তম মিনিটে গোল আদায় করে নেয় রিয়াল। দলকে সমতায় ফেরান নাচো। মিনিট দশেক পর গ্যারেথ বেলের বাঁ-পায়ের টোকা খুঁজে নেয় দেপোর্তিভোর জাল। বিরতির পর ৫৮তম মিনিটে রিয়ালের স্কোরলাইন ৩-১ করেন বেল। ৬৮তম মিনিটে মডরিচের দারুণ শটে গোলের হালি পূর্ণ করে রিয়াল। ৭৮ ও ৮৪ মিনিটে জোড়া গোল করেন রোনালদো। ৮৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে স্কোরলাইন ৭-১ করেন নাচো।
সূত্র : গোলডটকম।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি