ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জিম্বাবুয়ের বিপক্ষে কাল মাঠে নামবে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৯, ২২ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২০:২১, ২২ জানুয়ারি ২০১৮

ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে কাল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর ১২টায়। বড় জয়ে এরই মধ্যে দুই ম্যাচ হাতে রেখে ফাইনালে উঠেছে স্বাগতিকরা।

তবে, সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে বাকী দুই ম্যাচেও জয়ের বিকল্প ভাবছে না টাইগাররা। অপরদিকে, এই ম্যাচে জয় দিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় জিম্বাবুয়ে।

সাম্প্রতিক ফর্ম ও র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থেকেই ত্রিদেশীয় সিরিজ শুরু করে বাংলাদেশ। মাঠেও সাফল্যের ধারাবাহিকতা দেখিয়েছে টাইগাররা। প্রথম দুই ম্যাচে জিম্বাবুয়ে ও শ্রীলংকাকে বড় ব্যবধানে হারিয়ে বোনাস পয়েন্ট নিয়ে দুই ম্যাচ হাতে রেখেই ফাইনালে উঠে স্বাগতিক বাংলাদেশ। তবে, নিয়ম রক্ষার ম্যাচকেও হালকাভাবে না নেয়ার কথা জানিয়েছেন ওপেনার তামিম ইকবাল।

এদিকে, ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বহীন হলেও, জিম্বাবুয়ের জন্য বাঁচামরার লড়াই। বাংলাদেশকে হারাতে পারলে ফাইনালে উঠা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে জিম্বাবুয়ের। প্রথম ম্যাচ হারলেও, নিজেদের শতভাগ উজাড় করে দিতে পারলে স্বাগতিকদের হারানো সম্ভব মনে করেন জিম্বাবুয়ের উইকেটকিপার ব্যাটসম্যান পিটার মুর।

শুধু বাংলাদেশ- জিম্বাবুয়ে নয়, শ্রীলঙ্কাও তাকিয়ে থাকবে এই ম্যাচের দিকে।

 

আর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি