ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

টি-টুয়েন্টিতেও পাত্তা পেল না পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৪, ২২ জানুয়ারি ২০১৮

ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা পর এবার প্রথম টি-টুয়েন্টিতে এগিয়ে গেছে নিউজিল্যান্ড। এই জয়ের মাধ্যমে টি-টুয়েন্টির তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

ওয়েলিংটনে সফরকারীদের ৭ উইকেটে হারিয়েছে কিউইরা। জয়ের জন্য মাত্র ১০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৫ বল হাতে রেখে সহজ জয় তুলে নেয় স্বাগতিকরা। ম্যান অব দা ম্যাচ হন কলিন মানরো

সর্বোচ্চ ৪৯ রানে অপরাজিত ছিলেন টি-টুয়েন্টি স্পেশালিস্ট কলিন মুনরো।

এছাড়া ২৬ রান আসে টম ব্রসের ব্যাট থেকে। এর আগে ব্যাটিং ব্যার্থতায় মাত্র ১০৫ রানে গুটিয়ে যায় সরফরাজ আহমেদের দল।

পাকিস্তান দলের বাবর আজমের ৪১ আর হাসান আলীর ২৩ রান ছাড়া কোন ব্যাটসম্যানই দুই অংকের ঘরে পৌঁছুতে পারেননি। নিউজিল্যান্ডের হয়ে সেথ রেন্স ও ভারপ্রাপ্ত অধিনায়ক টিম সাউদি নিয়েছেন ৩টি করে উইকেট।

 

এম

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি