নেইমার-এমবাপে ছাড়াই পিএসজির জয়
প্রকাশিত : ১৩:০৪, ২৫ জানুয়ারি ২০১৮
দুই তারকা নেইমার ও এমবাপে ছাড়াই জয় পেয়েছে উনাই এমেরির দল। বুধবার রাতে ঘরের মাঠে গ্যাঁগোকে ৪-২ গোলে হারিয়ে ফরাসি কাপের শেষ ষোলোয় উঠেছে পিএসজি।
ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে পিএসজি। ম্যাচের ২১তম মিনিটে এগিয়ে যেতে পারতো পিএসজি। তবে ডি মারিয়ার হেড লাগে পোস্টে।
পাঁচ মিনিট পরেই হেডে দলকে এগিয়ে দেন ফরাসি মিডফিল্ডার আদ্রিওঁ রাবিও। পিএসজিকে আরেকবার আনন্দে ভাসান প্রতিপক্ষের মিডফিল্ডার লুকাস, নিজেদের জালেই বল জড়িয়ে। ম্যাচের ৩৩ মিনিটে ডি-বক্সের মধ্যে ফরাসি এই ফরোয়ার্ড ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় গ্যাঁগো। সফল স্পটকিকে ব্যবধান কমান মাকেঁস।
মধ্যবিরতি থেকে ফিরে পাস্তোরে গোল করে স্বাগতিক শিবিরে স্বস্তি ফেরান। ৬৪ মিনিটে জুলিয়ান ড্রাক্সলারের বাড়ানো বলে মাথা ছুঁয়ে গোল করেন আর্জেন্টাইন তারকা। এবারও দুই গোলে এগিয়ে থাকার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি পিএসজির। ৭৫তম মিনিটে আরেকটি সফল স্পটকিকে ব্যবধান কমান কঙ্গোর ফরোয়ায় ইয়েনি।
তবে ৮৯তম মিনিটে দলের চতুর্থ গোলটি করে জয় নিশ্চিত করে ফেলেন মার্কিনিয়োস। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারও হেডে বল জালে পাঠান।
সূত্র : গোল ডট কম
একে//এআর