ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ত্রিদেশেীয় সিরেজের ফাইনালে ফিরলেন ইমরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১০, ২৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:৪৩, ২৫ জানুয়ারি ২০১৮

বাংলাদেশ ১৬ জনের স্কোয়াড নিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করলেও মাঝে বাইরে চলে গিয়েছিলেন ইমরুল কায়েস। এর ফলে স্কোয়াড ১৫ জনে নেমে আসে। ফাইনাল ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের আবারো স্কোয়াড ১৬ জনে ফিরল। বাইরে চলে যাওয়া ইমরুল কায়েস আবারো ফিরছেন ফাইনালের স্কোয়াডে।

টুর্নামেন্টের শুরু থেকেই বাংলাদেশ স্কোয়াডে ছিলেন ইমরুল কায়েস। কিন্তু হাতে চোট পাওয়ায় প্রথম দুই ম্যাচে ছিলেন বিবেচনার বাইরে। পরের দুই ম্যাচেও স্কোয়াড থেকে বাইরে রাখা হয়।

ওই সময় তাকে পাঠানো হয় বিসিএল খেলতে। বিসিএলের একমাত্র ইনিংসে ১৪ চার ও ৬ ছক্কায় ১১৮ রান করেন ইমরুল। ইমরুলের ফেরায় ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী নিয়ে দুশ্চিন্তা কেটে গেল।

আগামী শনিবার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তবে কোন একটি ত্রিদেশীয় টুর্নামেন্টের ৫ ম্যাচের জন্য ৩ দফায় দল ঘোষণাও এক ধরনের রেকর্ড!

আর/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি