ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এফএ কাপে ইউনাইটেডের ৪-০ গোলের জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১২, ২৭ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

চিলির তারকা অ্যালেক্সি সানজেসের উদ্বোধনী ম্যাচে সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এফএ কাপের চতুর্থ রাউন্ডের শেষ ম্যাচে সানজেসের জোড়া গোলের সহায়তা ইয়েবিল টাউনকে ৪-০ গোলে হারিয়েছে দলটি।

আর এ জয়ে ইউনাইটেড দর্শকদের দারুণ চমক দিয়েছেন চিলির ফরোয়ার্ড সানজেস। ইউনাইটেডের হয়ে প্রথম ম্যাচেই তার এই বাজিমাত পারফরমেন্সে দারুণ উচ্ছ্বসিত কোচ জোসে মরিনহো ও তার সতীর্তরা।

গত সোমবারই কেবল আর্সেনাল থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে পা রাখেন বিশ্বের অন্যতম সেরা এ ফরোয়াড। ২৯ বছর বয়সী এ ফরোয়ার্ড কেবল জোড়া গোলই সহায়তা-ই করেননি। পুরো খেলাজুড়েই দারুণ পারফরমেন্স করেছেন। খেলার শুরু থেকেই আক্রমণ চালিয়ে যায় ইউনাইটেড। আর সেই ধার আরও বেড়ে যায়, যখন দর্শকদের একটি গোল উপহার দেন মারকাস রাশফর্ড। খেলার ৪১ মিনিটে ওই গোলটি করেন রাশফর্ড। ওই গোলে সানজেসের অবদান-ই বেশি।

খেলার দ্বিতীয়ার্ধে ইউনাইটেডের আক্রমণের ধার আরও বেড়ে যায়। এরপর খেলার ৬১, ৮৯ ও ৯৩ মিনিটে তিনটি গোল করেন যথাক্রমে অ্যানডার হারারে, জেস লিংগার্ড ও রোমেলো লুকাকো।

সুত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি