ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শ্রীলংকা ৩৭.২ ওভারে ১৬১/৪

মেন্ডিসকে ফেরালেন মাশরাফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৩, ২৭ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৪:৪১, ২৭ জানুয়ারি ২০১৮

টেস্ট খেলুড়ে কোনো দেশের বিরুদ্ধে ত্রিদেশীয় কিংবা চার জাতির সিরিজ জয়ের আক্ষেপ বয়ে বেড়াতে হচ্ছে বাংলাদেশকে। সেই আক্ষেপ ঘোঁচানোর লক্ষ্য নিয়ে আজ শ্রীলংকার বিরুদ্ধে মাঠে নেমেছে টাইগাররা। শুরুতেই টস হেরে ফিল্ডিংয়ে নামতে হয়েছে মাশরাফি বাহিনীকে।

ম্যাচের শুরুতেই আঘাত হেনেছেন এই সিরিজে প্রথমবারের মতো দলে জায়গা পাওয়া মেহেদী মিরাজ। তৃতীয় ওভারেই দলীয় ৮ রানের মাথায় উইকেট হারায় শ্রীলংকা। মিরাজের বলে তামিমের হাতে ক্যাচ দিয়ে আউট হন দানুশকা গুনাথিলকা।

এরপর চওড়া ব্যাটে খেলতে থাকা মেন্ডিসকে ফেরান টাইগার অধিনায়ক। মাশরাফির বলে লং অনে দাঁড়িয়ে থাকা মাহমুদুল্লাহর হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন মেন্ডিস। ৯ বলে ২৮ রান করেন মেন্ডিস।

এ রিপোর্ট লেখার সময় শ্রীলংকার সংগ্রহ দুই উইকেটে ৪৭। সাত ওভারের খেলা চলছিল। ব্যাটিংয়ে আছেন উপুল থারাঙ্গা (১৪) এবং ডিকেভেলা (০)।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান, মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

শ্রীলঙ্কা দল: উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলকা, কুসল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকভেলা, আসেলা গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা দনঞ্জয়া, শিহান মদুশঙ্কা, দুশমন্থ চামিরা, সুরঙ্গা লাকমল।

সূত্র : ক্রিকইনফো।

/এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি