ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

টার্নিং উইকেট : স্কোয়াডে চার স্পিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৯, ৩১ জানুয়ারি ২০১৮

চট্টগ্রাম টেস্টে উইকেট কেমন হবে, সেটি নিয়ে দুই শিবিরেই চিন্তা ভর করেছিল। অবশেষে জানা গেলো টার্নিং উইকেট। সেটি বুঝেই দল সাজিয়েছে টাইগাররা।
চট্টগ্রাম টেস্টের উইকেট কেমন হবে, সেটির ধারণা দল দেখেই বুঝে নিতে বললেন অধিনায়ক মাহমুদউল্লাহ। প্রতিপক্ষ শ্রীলঙ্কার অধিনায়ক দিনেশ চান্দিমাল এক কথায়ই রায় দিয়ে দিলেন, ‘টার্নিং উইকেট।’
টার্নিং উইকেট হওয়ায় বাংলাদেশ একাদশে একজন মাত্র পেসার রেখে বাকি বোলারেদের সবাই স্পিনার। সঙ্গে রয়েছেন পার্টটাইম স্পিনার রিয়াদ ও মমিনুল। দলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম ও বোলিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। এই চার স্পিনারদের সঙ্গ দিবেন রিয়াদ ও মমিনুল। আর একমাত্র সিমার হিসেবে স্কোয়াডে রয়েছেন মুস্তাফিজ। আবদুর রাজ্জাক মূল একাদশে জায়গা পাননি।
তবে টার্নিং উইকেট নিয়ে অবাক নন শ্রীলঙ্কান কোচ চন্দিকা হাথরুসিংহে। বাংলাদেশের এই কৌশলের শুরু হাথুরুসিংহে কোচ থাকার সময়। ভয়াবহ টার্নিং উইকেট বানিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা। দেশের মাটিতে টেস্ট জয়ের এই ব্যবস্থাপত্র তৈরির অন্যতম কারিগর ছিলেন হাথুরুসিংহেই। এই চট্টগ্রামেই ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে যাত্রা শুরু হয়েছিল টার্নি উইকেট বানানোর কৌশলের।
টার্নিং উইকেট বানিয়ে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জিতেছে বাংলাদেশ। উপমহাদেশের কন্ডিশনে ওই দলগুলির স্পিনে দুর্বলতা সবারই জানা। এজন্যই কৌতুহলের ব্যাপার ছিল, শ্রীলঙ্কার বিপক্ষে কোন পথে হাঁটে বাংলাদেশ।
কিন্তু হাথুরুসিংহে চলে গেলেও তার পরিকল্পনাতেই আছে বাংলাদেশ। উপমহাদেশের দলের বিপক্ষেও বেছে নিয়েছে টার্নিং উইকেট। এতে অনেকে অবাক হলেও অবাক হননি হাথুরুসিংহে।

বাংলাদেশ দল : তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সানজামুল ইসলাম, মুস্তাফিজুর রহমান


/ এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি