ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

প্রিয় ভেন্যুতে মুশফিকের হাফসেঞ্চুরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২১, ৩১ জানুয়ারি ২০১৮

চট্টগ্রাম টেস্টে রান উৎসবে মেতে উঠেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। তামিম ইকবাল, মমিনুলের পর ব্যাট উচিয়েছেন মুশফিকুর রহিমও। চট্টগ্রাম টেস্টে অর্ধশতক পেরিয়েছেন মুশফিক। এর মধ্য দিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ব্যাটসম্যান হিসেবে হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
এ রিপোর্ট লেখার সময় মুশফিকের রান ৬৪। ১৪৩ বল খেলেছেন তিনি। চার মেরেছেন ৬টি। এর আগে হাফ সেঞ্চুরি করে আউট হয়েছেন তামিম (৫২)। আর মমিনুল ক্রিজে আছেন ১৩০ রানে।
বাংলাদেশ দলের স্কোর ২৯৩। ইমরুল কায়েস আউট হয়েছেন ৪০ রান করে। সব ব্যাটসম্যানই রান পেয়েছেন।
চট্টগ্রাম মুশফিকের প্রিয় ভেন্যু। এই ভেন্যুতে তার রান ১০৫০ ছাড়িয়ে গেছে। এর মধ্যে ১টি সেঞ্চুরি ও ৬টি হাফ সেঞ্চুরি রয়েছে তার। আজকেরটি সহ এই ভেন্যুতে তার হাফসেঞ্চুরি ৭টি। এই ভেন্যুতে ২০১০ সালে প্রথম সেঞ্চুরিটি করেছিলেন মুশি। ভারতের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১১৪ বলে ১৭টি চার ও ১টি ছক্কায় ১০১ রান করেন তিনি।
এদিকে বাংলাদেশের ভেন্যুগুলোর মধ্যে বর্তমানে টেস্ট ফরম্যাটে ১ হাজার রান করা আরেক ব্যাটসম্যান হলেন সাকিব আল হাসান। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৬ ম্যাচে ১২৩৩ রান রয়েছে সাকিবের।
সূত্র : ইএসপিএন ক্রিকইনফো
/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি