ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ ৪৩৩/৭

দ্রুত তিন উইকেটের পতন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৪, ১ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১০:৫৫, ১ ফেব্রুয়ারি ২০১৮

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে এক মহাকাব্যিক ইনিংস খেলেছেন মমিনুল হক। শ্রীলংকার বোলাররা পাত্তাই পায়নি তার কাছে। তবে দ্বিতীয় দিনের শুরুতেই বিধি বাম। হেরাথের বলে মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে আউট হন মমিনুল। ফলে বাংলাদেশের কোটি দর্শক মমিনুলের ডাবল সেঞ্চুরি দেখা থেকে বঞ্চিত হলো।

মমিনুলের পর ফিরে গেছেন আরও দুই ব্যাটসম্যান। দ্রুত তিন উইকেট পড়ে গিয়ে কিছুটা ব্যাকফুটে বাংলাদেশ। মমিনুল ১৭৬ রানে আউট হওয়ার পর ১৫ বলে ৮ রান করে ক্যাচ আউট হয়ে ফিরে গেছেন মোসাদ্দেক হোসেনও। ১৯ বলে ২০ রান করে রান আউট হয়ে ফিরতে হয়েছে মেহেদী হাসান মিরাজকে।

তবে আশার কথা হচ্ছেন এখনও উইকেটে আছেন অধিনায়ক মাহমুদুল্লাহ। তিনি দলকে কতটুকু নিয়ে যেতে পারেন সেটাই দেখার বিষয়। লেজের ব্যাটসম্যানরা সঙ্গ দিতে পারলে বড় স্কোরের স্বপ্ন পূরণ হতে পারে।

ইতোমধ্যে বাংলাদেশ দলের স্কোর চারশ’ ছাড়িয়েছে। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশ দলের স্কোর ৪৩৩/৭। মাহমুদুল্লাহ ব্যাট করছেন ৩০ রানে এবং সানজামুল ৯ রানে।   

বুধবার প্রথম দিনে বাংলাদেশ ৪ উইকেটে করে ৩৭৪ রান।

সূত্র : ইএসপিএন ক্রিকইনফো।

/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি