ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুরায়েজের হেডে ফাইনালের পথে বার্সা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩, ২ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২০:১৬, ২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

কোপা দেল রের ফাইনালে ওঠার পথে এগিয়ে গেছে গতবারের চ্যাম্পিয়ন বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে কাম্প নউয়ে সেমি-ফাইনালের প্রথম লেগে লুইস সুয়ারেসের একমাত্র গোলে ভালেন্সিয়াকে হারিয়েছ এরনেস্তো ভালভেরদের দল। দ্বিতীয় লেগে ‘ড্র’ করলেই ফাইনালে চলে যাবে দলটি।

নিজেদের মাঠে টুর্নামেন্টের রেকর্ড ২৯ বারের চ্যাম্পিয়নদের প্রথমার্ধের পারফরম্যান্স ছিল হতাশাজনক। বিরতির আগে নিশ্চিত কোনো সুযোগই তৈরি করতে পারেনি বার্সা।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে মেসির ট্রেডমার্ক শট পাশের জালে লাগলে আবারও হতাশ হতে হন স্বাগতিকরা। ৬৭তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বার্সা। বাঁ-দিকের বাইলাইন থেকে মেসির ক্রস পেয়ে সুয়ারেসের করা হেডে বল জালে জড়ায়। আর এতেই ব্যবধান ১-০।

৭২তম মিনিটে সিলেসেনকে অপ্রস্তুত দেখে শট নেন ফরাসি মিডফিল্ডার কোকেলিন। তবে বল একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হলে বেঁচে যায় বার্সা।

আগামী সপ্তাহে ফিরতি পর্বে ভালেন্সিয়ার মাঠে খেলতে যাবে বার্সেলোনা।

কোপার শেষ চারটি ফাইনালে খেলেছে বার্সেলোনা। এর মধ্যে চ্যাম্পিয়ন হয় তিনটিতে। অন্যদিকে ভ্যালেন্সিয়া ২০০৮ সালের পর থেকে ফাইনাল খেলতে পারেনি।

সূত্র: গোল ডটকম।

একে//এসএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি