ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

লিড নিয়ে বড় সংগ্রহের পথে শ্রীলঙ্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ৩ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৭:৪৯, ৩ ফেব্রুয়ারি ২০১৮

তৃতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে ৯ রানে পিছিয়ে ছিল শ্রীলঙ্কা। চতুর্থ দিনের সকালে এই রান টপকে প্রথম ইনিংসে লিড নিয়েছে সফরকারীরা। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান রোশেন সিলভা ও দিনেশ চান্ডিমাল শ্রীলঙ্কার রান বাড়িয়ে নিতে নেমেছেন ব্যাটিংয়ে। তৃতীয় দিন শেষে সফরকারীদের স্কোর ছিল ৩ উইকেটে ৫০৪ রান। প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে বাংলাদেশ করেছিল ৫১৩ রান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলঙ্কা ত উইকেটে করেছে ৫৩৯ রান। বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা।

মুমিনুল হকের দুর্দান্ত সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় স্কোর গড়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। কুশল মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভার চমৎকার দুটি ইনিংসে শ্রীলঙ্কাও জবাবটা দিচ্ছে দারুণ। কুশল খেলেছেন ১৯৬ রানের ঝলমলে ইনিংস। আর ধনঞ্জয়া আউট হওয়ার আগে করে যান ১৭৩ রান। শূন্য রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে তাদের ৩০৮ রানের জুটি শক্ত ভিত গড়ে দেয় সফরকারীদের।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি