ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দিনের শুরুতে মিরাজের আঘাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৬, ৩ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৭:৪৯, ৩ ফেব্রুয়ারি ২০১৮

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে শ্রীলংকা। চতুর্থ দিনের শুরুতেই রুশেন সিলভাকে ফিরিয়েছেন মেহেদী মিরাজ। এর আগে অবশ্য সেঞ্চুরি তুলে নিয়েছেন শ্রীলংকার এ ব্যাটসম্যান। এর মধ্য দিয়ে রোশেন ও চান্দিমালের জুটি ভাঙেন মিরাজ।
চতুর্থ দিনের সকালে সেঞ্চুরি তুলে নিলেন রোশেন সিলভার। তার দুই ম্যাচের ছোট্ট ক্যারিয়ারে এটাই প্রথম সেঞ্চুরি।
ফিরতে পারতেন ১ রানে। লিটন দাস স্টাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করায় বেঁচে যান রোশেন। তৃতীয় দিন শেষ করেন ৮৭ রানে। চতুর্থ দিন পৌঁছলেন তিন অঙ্কে। ১৯৭ বলে নিজের প্রথম টেস্ট সেঞ্চুরি পেতে ৬টি চার ও একটি ছক্কা হাঁকান সিলভা।
রোশেন সিলভা সেঞ্চুরি পাওয়ার পরের ওভারে ফিফটি তুলে নেন অধিনায়ক দিনেশ চান্দিমাল। টেস্ট ক্যারিয়ারে তার ষোড়শ।
  এ রিপোর্ট লেখার সময়  ১৫৮ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৫৫৭/৪। চান্দিমাল ৬৫ রানে ব্যাট করছেন। আর নতুন ব্যাটসম্যান ডিকেভেলা ব্যাট করছেন ৩ রানে।
এর আগে দিনের শুরুতে প্রথম ইনিংসে বাংলাদেশকে পেছনে ফেলে শ্রীলঙ্কা। ৯ রানে পিছিয়ে থেকে দিন শুরু করা শ্রীলঙ্কা তৃতীয় ওভারেই ছাড়িয়ে গেছে বাংলাদেশে ৫১৩ রানের সংগ্রহকে।
সূত্র : ইএসপিএন ক্রিকইনফো।
/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি