ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়লেন লিটন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৫, ৪ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৪:২০, ৪ ফেব্রুয়ারি ২০১৮

চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়াম দু:স্মৃতি হয়ে থাকলো উইকেট কিপার ব্যাটসম্যান লিটন দাসের। এই মাঠে অসাধারণ খেলেও মাত্র ছয় রানের জন্য সেঞ্চুরি মিস হলো তার। সেটিও নিজের দুরদর্শিতার অভাবে! কেন নয়? নব্বইয়ের পর টেস্টে এমন শর্ট খেলতে যান নাকি কেউ।

লিটনের সেঞ্চুরির অপেক্ষায় যখন নিযুত ক্রিকেট ভক্ত তখন রঙ্গনা হেরাথের একটি বল উচিয়ে মারেন এতক্ষণ অসীম ধৈর্যের পরিচয় দেওয়া এই মিডলঅর্ডার। বলটি অনেক উপরে উঠে যাওয়ায় বাউন্ডারি হতে পারেনি। তালুবন্দি করে ফেলেন পেরেরা।    

চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনে শুরু থেকে দৃঢ়তা নিয়ে ক্রিজে থাকলেও শেষতিক সেটি ধরে রাখতে পারেন নি তরুণ লিটন। সেটি বুঝা যাচ্ছিল তার ব্যাক্তিগত ৮০ রানের পর। ওই সময় দুই-তিনটি বাউন্ডারি মারেন লিটন।

এর আগে অধিনায়ক মাহমুদুল্লার সঙ্গে ১৮ রানের ছোট জুটি গড়েন লিটন। আর মমিনুলকে নিয়ে ১৮০ রানের জুটি গড়ে দলকে টেস্ট হারের লজ্জা থেকে বাঁচাতে সাহায্য করেন। লিটন আউট হওয়ার কয়েক ওভার আগেই আউট হন মমিনুল ১০৫ রান করে।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ২৮১/৫। মাহমুদুল্লাহ ব্যাট করছেন ১২ রানে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ এগিয়ে ৮১ রানে। আর নতুন ব্যাটসম্যান মোসাদ্দেক এখনও রানের খাতা খুলতে পারেননি। এই টেস্ট ড্র করতে হলে আরও কয়েক ঘন্টা মাটি কামড়ে ক্রিজে থাকতে হবে টাইগারদের।

এর আগে প্রথম ইনিংসে শ্রীলংকার চেয়ে ২০০ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনে ৮১ রান তুলতেই তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। পঞ্চম দিনে ১১৯ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামে বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গত বুধবার শুরু হওয়া টেস্টে টস জিতে প্রথম ইনিংসে সবক`টি উইকেট হারিয়ে ১২৯ দশমিক ৫ ওভারে  ৫১৩ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ।

প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে মুমিনুল হক সর্বোচ্চ ১৭৬ রান করেন। এছাড়া মুশফিকুর রহিম ৯২, মাহমুদুল্লাহ ৮৩*, তামিম ইকবাল ৫২ ও ইমরুল কায়েস ৪০ রান করেন।

শ্রীলংকার পক্ষে তিনটি করে উইকেট নেন সুরঙ্গা লাকমল ও রঙ্গনা হেরাথ। দুটি উইকেট নেন লাকশান সান্দাকান।

জবাবে ব্যাট করতে নেমে তিন ব্যাটসম্যানের শতকে ভর করে ৯ উইকেট হারিয়ে ৭১৩ রানের পাহাড় করে প্রথম ইনিংস ঘোষণা করে শ্রীলংকা।

প্রথম ইনিংসে শ্রীলংকার পক্ষে কুশল মেন্ডিস সর্বোচ্চ ১৯৬ রান করেন। এছাড়া ধনঞ্জয়া ডি সিলভা ১৭৩, রোশেন সিলভা ১০৯ ও দিনেশ চান্ডিমাল ৮৭ রান করেন।

বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ৪টি, মেহেদি হাসান মিরাজ ৩টি এবং মোস্তাফিজুর রহমান ও সানজামুল ইসলাম একটি করে উইকেট নেন।

সূত্র : ইএসপিএন ক্রিকইনফো।

/ এআর /

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি