ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

অপরাজিত অধিনায়ক মাহমুদুল্লাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪১, ৫ ফেব্রুয়ারি ২০১৮

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের দশম অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচের মাধ্যমে অভিষেক ঘটে মাহমুদুল্লাহ রিয়াদের। আর মাঠে নেমেই নিজেকে প্রমান দেন তিনি। অধিনায়ক হিসেবে অভিষেক ইনিংসে অপরাজিত ৮৩ রান করেন মাহমুদুল্লাহ। আর এটিই বাংলাদেশের পূর্বের সকল অধিনায়কদের চেয়ে সবচেয়ে বেশি রান। আগের নয় দলপতি এর চেয়ে বেশি রান করতে পারেননি।

চট্টগ্রাম টেস্ট ছিল মাহমুদুল্লাহর জন্য অগ্নি পরীক্ষা। হারতে হারতে শেষ পর্যন্ত ড্রয়েই শেষ হলো চট্টগ্রাম টেস্ট। রোববার ম্যাচের পঞ্চম ও শেষ দিনের শেষ সেশনের খেলা চলাকালে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ৩০৭ রান তোলার পর উভয় দল ড্র মেনে নিলে ম্যাচের সমাপ্তি ঘটে।

ম্যাচ শেষে ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ এর কৃতিত্ব দিলেন মুমিনুল ও লিটনকেই।

সংবাদ সম্মেলনে মাহমুদুল্লাহ বলেন, ‘আলহামদুলিল্লাহ মুমিনুল ও লিটন খুব ভালো ইনিংস খেলেছে। আমার মনে হয় যে, ওদের ইনিংস খুবই ফাইটিং নক ছিলো। ওদের পারফরম্যান্সে আমি খুবই খুশি। যে রকম পরিস্থিতি থেকে আমরা ড্র পেয়েছি, অধিনায়ক হিসেবে সেখান থেকে ইতিবাচক ব্যাপারগুলোই নিতে চাই। পরবর্তী টেস্টে তা আমাদের কাজে দিবে। জিততে পারলে ভালো লাগতো। বোলারদের খুব কষ্ট হয়েছে। আমাদের সবার ব্যাটিং ভালো হয়েছে।’

এদিকে বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজে দল থেকে কেউ বাদ পড়ছেন, আবার কেউ ঢুকছেন। নির্বাচকদের এই খেলার দ্বিতীয় ধাপে আবারও দলে ডাক পেলেন সাব্বির রহমান। তাঁকে জায়গা দিতে বাদ পড়েছেন চট্টগ্রামে অভিষেক হওয়া সানজামুল ইসলাম।

খেলোয়াড়দের পরিবর্তন প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেন, ‘সাব্বিরকে দলে নিয়েছি। আমরা একজন অতিরিক্ত ব্যাটসম্যান নিতে চেয়েছি। মিরপুরের উইকেট তো ধীরগতির, এ জন্যই তাকে নেওয়া।

অন্যদিকে রয়েছে সাকিব আল হাসানের জন্য দু:সংবাদ। তার আঙুলের চোট না সারাতে তিনি খেলতে পারছেন সামনের টেস্টে।

এ বিষয়ে বিসিবির সিনিয়র ফিজিশিয়ান দেবাশীষ চৌধুরী বললেন, ‘সাকিবের দ্রুত উন্নতি হচ্ছে। তবে ওকে যে সার্জন দেখছেন, তিনি ‍ছুটি কাটাতে গেছেন ভারতে। ১০ তারিখে তাঁর ফেরার কথা। তিনি যদি দেখেন ঘা শুকিয়ে গেছে তখন হয়ত আরো তিন চার দিন লাগতে পারে। তবে তার খেলা নিয়ে এখনো বলা যাচ্ছে না।’

সবমিলে যোগ বিয়োগ এর মাধ্যমে আসন্ন টেস্ট এর জন্য প্রস্তুত করা হয়েছে টিম। এদিকে ইনজুরির কারণে বাদের কাতারে রয়েছেন রুবেল হোসেনও। মাহমুদুল্লাহ মুমিনুল লিটনদের ওপর ভর করে ঘোষণা করা হেয়ছে স্কোয়াড।

যারা আছেন বাংলাদেশ স্কোয়াডে- মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন,তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি, সাব্বির রহমান, আবদুর রাজ্জাক, নাঈম হাসান, তানভীর হায়দার।

এসি/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি