শ্রীলঙ্কার ৯৫২ রানের সেই ঐতিহাসিক ইনিংস
প্রকাশিত : ১৬:৫৫, ৫ ফেব্রুয়ারি ২০১৮
অর্জুন রানাতুঙ্গা, সনাৎ জয়সুরিয়া ও অরবিন্দ ডি সিলভার যুগ মানেই শ্রীলঙ্কা ক্রিকেটের স্বর্ণযুগ। আর সেই স্বর্ণযুগে করা ৯৫২ রানের ইনিংসটি আজ পর্যন্ত টেস্ট ইতিহাসের সর্বোচ্চ স্কোরের মালিকানা ধরে রেখেছে।
১৯৯৭ সালের ২ আগস্ট কলম্বোর পি সারা স্টেডিয়ামে ভারতীয় বোলারদের উপর হাতুড়ি চালিয়ে ৯৫২ রানের ইনিংস দাঁড় করায় লঙ্কানরা। আর হিমালয় সমান রানের পাহাড় গড়তে অবদান রেখেছেন তৎকালীন ক্রিকেট স্টার সনাৎ জয়সুরিয়া ও রুশান মোহানমা। সনাৎ জয়সুরিয়ার ৩৪০, রুশান মোহানমার ২২৫, অরবিন্দ ডি সিলভার ১২৬, অর্জুন রানাতুঙ্গার অপরাজিত ৮৬ এবং মাহেলা জয়বর্ধানের ৬৬ রানের জবাবে পাহাড়সম রান দাঁড় করায় শ্রীলঙ্কা।
শুরুতে টসে জিতে ব্যাট করতে নেমে ভারতীয় ক্রিকেটাররা লঙ্কান বোলারদের ওপর চড়াও হন। পুরো ম্যাচজুড়েই বোলারদের শাসন করেছে ব্যাটসম্যানরা। নবজুত সিধুর ১১১, শচীন টেন্ডুলকারের ১৪৩, আহজার উদ্দিনের ১২৬ ও রাহুল দ্রাবিড়ের ৬৯ রানের জবাবে ৮ উইকেট হারিয়ে ৫৩৪ রান তোলে ভারতীয়রা।
জবাবে ব্যাট করতে নেমে জয়সুরিয়া, রুশানের ট্রেবল ও ডাবল সেঞ্চুরির জবাবে ৬ উইকেট হারিয়ে ৯৫২ রানের ইনিংস দাঁড় করায় লঙ্কানরা। আর সেই ইনিংসটিই শত বছরের রেকর্ড বয়ে বেড়াচ্ছে। তবে ম্যাচের কোন ফলাফল আসেনি, অর্থাৎ ম্যাচটি ড্র হয়েছিল।
এমজে/