সাকিবের জীবনীগ্রন্থ হালুম
প্রকাশিত : ১১:০৩, ৬ ফেব্রুয়ারি ২০১৮
বেলা ঠিক তিনটা। বই মেলার গেট খোলার সঙ্গেই সবাই ছুটতে লাগলো পার্ল পাবলিকেশনের দিকে। সেখানে বইপ্রেমী মানুষের সঙ্গে যোগ হয়েছিল বিশ্ব সেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব সাকিব আল হাসানের ভক্তদের লম্বা লাইনও।
গতকাল সোমবার মেলার পঞ্চম দিনে সাকিবের উপস্থিতি ছিল লেখক হিসেবে, ক্রিকেটার হিসেবে নয়। এবারের একুশের বইমেলায় প্রকাশিত হয়েছে শিশুদের জন্য তাঁর জীবনীগ্রন্থ হালুম। বাংলালিংকের সৌজন্যে বইটি প্রকাশ করেছে পার্ল পাবলিকেশনস। এ বইয়ের প্রচারণার অংশ হিসেবেই মেলায় এসেছিলেন সাকিব। বইয়ের পাতায় ভক্তদের এঁকে দিয়েছেন ভালোবাসার স্বাক্ষর।
বইটি মূলত সাকিবের জীবনী। লেখার চেয়ে এই বইতে ছবির উপর জোর দেয়া হয়েছে। বইটির মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা।
ভক্তদের চাপে একটা সময় পার্ল পাবলিকেশনই পড়ে যাওয়ার অবস্থা হয়ে দাঁড়িয়েছিল। যারা বই কিনেছেন তাদের অনেককেই অটোগ্রাফ দিয়েছেন সাকিব।
গতকাল পঞ্চম দিনে গ্রন্থমেলার পরিবেশ ছিল ছিমছাম। বিকেল থেকে রাত পর্যন্ত পাঠকেরা ঘুরেফিরে দেখেছেন নতুন বই। পছন্দ হলে কিনেছেনও।
আজ মঙ্গলবার মেলার ষষ্ঠ দিনে মেলা চলবে বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত। বিকেলে মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘অশ্বিনীকুমার দত্ত: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান।
একে// এআর