ধর্মান্তরিত হয়েছেন গেইল!
প্রকাশিত : ১২:৩৫, ৬ ফেব্রুয়ারি ২০১৮
ক্রিস গেইলের ধর্মান্তরিত হওয়ার একটি গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেই গুঞ্জনের সূচনা অবশ্য ক্যারিবীয় এই ব্যাটিং দানবই করে দিয়েছেন। তিনি সম্প্রতি ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। এতে দেখা যাচ্ছে লম্বা পাঞ্জাবির মতো সাদা পোশাক ও মাথায় টুপি পড়া গেইল। মুখের দাঁড়িও কাটেন নি।
এই ছবি দেখে অনেকে ধারণা করছেন গেইল কি তবে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তবে গেইল ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, এমন কোনো নির্ভরযোগ্য খবর পাওয়া যায়নি।
জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজের এই মারকুটে ওপেনার বিভিন্ন সময় বিভিন্ন রূপে হাজির হন। অনেকে মনে করছেন, আর দশটা ধর্মের মতো এটা ইসলাম ধর্মের প্রতি তার ভালোবাসার প্রকাশ, এর সঙ্গে ধর্ম গ্রহণের কোনো সম্পর্ক নেই।
গত ৩ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিজেই পোস্ট করেন গেইল। যেখানে দেখা যায়, মুসলিমদের মতো পোশাক পড়ে দুই হাত দিয়ে হার্টের মতো চিহ্ণ এঁকেছেন গেইল। যার ক্যাপশনে লেখা ছিল `ব্লেসড লাভ`। এই লেখাটি দেখেও অনেকে মনে করছেন, গেইল ইসলামের প্রতি ভালোবাসা জানিয়েছেন। তবে আসল সত্যটা কি, সেটা তিনিই ভালো বলতে পারবেন।
সূত্র : ইনডিপেডেন্ট।
/ এআর /