ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো আফগানরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৭, ৭ ফেব্রুয়ারি ২০১৮

একের পর এক সাফল্যে দারুণ সময় কাটছে আফগানদের। মঙ্গলবার রাতে সংযুক্ত আরব আমিরাতে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে দলটি।

টস জিতে আফগানদের ব্যাট করতে পাঠায় জিম্বাবুয়ে। প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৫৮ রান করে আফগানিস্তান। মাঠে নেমে অনেকটা ধীর শুরু করেন দুই ওপেনার। ২২ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন মোহাম্মদ শাহজাদ। আরেক ওপেনার কারিম সাদিক ৩০ বলে করেন ২৮ রান। আফগানদের মধ্যে সর্বোচ্চ স্কোর ৪৫ মোহাম্মদ নবীর। জিম্বাবুয়ের পক্ষে তিনটি উইকেট নেন টেন্ডাই চাতারা আর দুটি করে উইকেট নেন জারভিস, মুজারাবানি এবং ক্রেমার।

জবাবে ব্যাট করতে নেমে রশিদ-নবীদের স্পিন ফাঁদে পরে জিম্বাবুয়ে। দলীয় ৬ রানেই সাজঘরে ফিরেন মিরে। টেলরকে নিয়ে দ্বিতীয় উইকেটে দলের বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করেন মাসাকাদজা। দলীয় ৪০ রানের মাথায় তিনিও স্বীকার হন মুজিবের বলে। পরে সেকান্দার রাজা ২৬ বলে ৪০ রানে রাশিদের স্বীকার হলে তাদের আশা পুরোটাই শেষ হয়ে যায়। শেষ দিকে রায়ার্ন বার্লের ৩০ ছাড়া বলার মতো কোন ইনিংস নেই জিম্বাবুয়ের শিবিরে। যার ফলে ১৭ রানের এক জয়ে নিয়ে মাঠ ছাড়ে আফগানিস্তান। আফগানদের পক্ষে দুটি করে উইকেট নেন মুজিব এবং রাশিদ খাঁন। আর নবী নেন এক উইকেট।

ম্যান অব দ্য ম্যাচ হন মোহাম্মদ নবী।

টি-২০ র‌্যাংকিং’এ আফগানদের বর্তমান অবস্থান বাংলাদেশর উপরে। আফগানদের রেটিং ৮৭ আর বাংলাদেশর ৭৬।

একে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি