ড্র করলে টেস্ট র্যাংকিংয়ে ৮ উঠবে বাংলাদেশ, জিতলে বাড়বে রেটিং
প্রকাশিত : ১৮:৪৮, ৭ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২২:৩০, ৭ ফেব্রুয়ারি ২০১৮
একটি টেস্ট ম্যাচকে উপভোগ্য করতে যে সব উপাদান থাকা দরকার তার সবই ছিল চট্টগ্রামে অনুষ্ঠিত বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের প্রথম টেস্টে। কি ছিল না সেই ম্যাচে? মমিনুলের রেকর্ড গড়া টেস্টে প্রথম দেড় দিন দাপট ছিল স্বাগতিকদের। এর পরের আড়াই দিন দাপট দেখিয়েছে শ্রীলংকা। শেষ দিনে বাংলাদেশের মমিনুল ও লিটনের দৃঢ়তায় লড়াকু ইনিংসের উপর ভর করে ড্র করে বাংলাদেশ। ম্যাচ শেষে পিচ নিয়ে শ্রীলংকার কোচ হাথুরুসিংহের অভিযোগ টেস্টে বাড়তি উত্তেজনা সৃষ্টি করে।
চট্টগ্রাম টেস্টের সব কিছু ঝেড়ে ফেলে দু’দল এখন প্রস্তুুত ঢাকা টেস্টেও লড়াইয়ের জন্য। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাদা পোশাক ও লাল বলের লড়াইটি শুরু হবে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায়। এ ম্যাচে জয়ের বিকল্প কিছু ভাবছে না দু দল। বিশেষ করে চ্যালেঞ্জটা বাংলাদেশের জন্য বেশি। স্বাগতিক দলের কেউই সরাসরি স্বীকার না করলেও দলের প্রতিটি সদস্য যে সাবেক কোচ হাথুরুসিংহ কে একটি মোক্ষম জবাব দেবার জন্য মুখিয়ে রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। কেন না ত্রিদেশীয় সিরিজ বা প্রথম টেস্ট সব মিলিয়ে হাথুরু কে উচিত জবাব যে এখনো দেয়া হয়নি। তাই ঢাকা টেস্ট শুধু বাংলাদেশের জন্য জয়ের মিশনই নয় অনেক পুরনো হিসেব নিকেশের জবাব দেয়ারও উপযুক্ত সময়।
এই টেস্ট ন্যূনতম ড্র করলেও বাংলাদেশ টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথমবারের মত উঠে যাবে আট নম্বরে। জিতলে তো কোনো কথাই নেই। ৬ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের পয়েন্ট দাড়াবে ৭৮। ড্র হলে ২ পয়েন্ট নিয়ে হবে ৭৪। সেই ক্ষেত্রে বর্তমানে ৭২ পয়েন্টে থেকেও ভগ্নাংশ ব্যবধানে পিছিয়ে থেকে নয় নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজকে টপকে আট নম্বরে উঠবে টাইগাররা।
চট্টগ্রাম টেস্টর পর ঢাকা টেস্টের উইকেট নিয়েও জল্পনা কল্পনার শেষ নেই। ত্রি দেশীয় সিরিজের ফাইনালে শ্রীলংকার কাছে হারের পর বেশ জোরেশোরেই সমালোচিত হয়েছে ঢাকার পিচ। বিসিবির চিফ কিউরেটর শ্রীলংকান গামিনি তথ্য পাচার করেছেন এমন অভিযোগও উঠেছে ফাইনালের পর। উইকেট নিয়ে সন্তুষ্ট ছিল না কোনো দলই। তাই ঢাকার উইকেট নিয়ে বিশেষ হিসেব নিকেশ থাকবে উভয় দলেই।
ঢাকা টেস্টে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসছে এটা নিশ্চিত। আগের টেস্টে একাদশে থাকা অভিষিক্ত সানজামুল ইসলাম এ টেস্টের দলেই নেই। তার জায়গায় অভিজ্ঞ আব্দুর রাজ্জাকের একাদশে ফেরা একপ্রকার নিশ্চিত। এই টেস্টে ডাক পাওয়া সাব্বির রহমানও খেলতে পারেন মোসাদ্দেকে হোসেন সৈকতের জায়গায়। অপরিবর্তিত লঙ্কান দলকেই দেখা যাবার সম্ভাবনই বেশি।
টিকে