টিকেট ছাড়া খেলা দেখতে পারবে স্কুল শিক্ষার্থীরা
প্রকাশিত : ২১:৩৫, ৭ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:৫৫, ৭ ফেব্রুয়ারি ২০১৮
আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হবে।
এই টেস্ট খেলা উপলক্ষ্যে স্কুলে পড়ুয়া শিক্ষার্থীরা টিকেট ছাড়াই খেলা দেখার সুযোগ পাবেন। এজন্য শিক্ষার্থীদের তাদের নিজ নিজ স্কুলের ইউনিফর্ম পড়ে আসতে হবে ও পরিচয়পত্র সাথে আনতে হবে। তবেই শিক্ষার্থীরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার প্রথম টেস্ট একই নিয়মে দেখার সুযোগ ছিলো শিক্ষার্থীদের।
উল্লেখ্য যে, গত ৩১ জানুয়ারি শুরু হওয়া প্রথম টেস্ট ড্র হয়েছিলো।
এমএইচ/টিকে