আটে ওঠার হাতছানি
দ্বিতীয় টেস্টে আত্মবিশ্বাসী বাংলাদেশ
প্রকাশিত : ০৯:৪৭, ৮ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ০০:১১, ৯ ফেব্রুয়ারি ২০১৮
মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় শুরু হবে এ টেস্ট। তবে এর আগেই সকালে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফররত শ্রীলংকা।
চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ ড্র হওয়ায় ঢাকা টেস্টই সিরিজ নির্ধারণী ম্যাচ। আর তা জয়ে বেশ পুরো দলই আশাবাদী বলে জানান প্রথমবারের মত টেস্টে টাইগারদের নেতৃত্ব দেওয়া মাহমুদুল্লাহ রিয়াদ। গতকাল এক সংবাদ সম্মেলনে রিয়াদ বলেন, “জয়ের ব্যাপারে আমরা আশাবাদী। চট্টগ্রাম টেস্টে যেমন কিছু সুযোগ হাতছাড়া হয়েছিল এবার সেগুলো না হলে শুরু থেকেই লংকানদের চাপে রাখা যাবে”।
ঢাকা টেস্ট স্পিন সহায়ক উইকেট উল্লেখ করে স্পিনারদের ‘আবেগী’ না হয়ে সতর্ক হওয়ার আহ্বান জানান রিয়াদ।
এদিকে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লংকান অধিনায়ক দীনেশ চান্ডিমাল। দিমুথ কারুণারত্নে এবং কুশল মেন্ডিস মিলে শুরু করেন শ্রীলংকার ব্যাটিং ইনিংস।
ঢাকা টেস্টে দুই শিবিরই পরিবর্তন এনেছে একাদশে। শ্রীলংকান দলে টেস্টে অভিষেক হয়েছে আকিলা ধনঞ্জয়ের। বাদ পড়েছেন লাকশান সান্দাকান। এছাড়াও পেসার লাহিরু কুমারার বদলে দলে জায়গা পেয়েছেন ব্যাটসম্যান দানুশকা গুনাথিলাকা।
অন্যদিকে বাংলাদেশের হয়ে ঠিক চার বছর পর টেস্ট খেলতে নেমেছেন আবদুর রাজ্জাক। শেষ টেস্টও খেলেছিলেন এই শ্রীলংকার বিরুদ্ধেই। ২০১৪ সালে চট্টগ্রাম টেস্টে। বাংলাদেশ শিবিরে পরিবর্তন আছে আরও একটি। মোসাদ্দেক হোসেনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন সাব্বির হোসেন।
আট নম্বরে ওঠার সুযোগ
ঢাকা টেস্টে শুধু ড্র করেই আন্তর্জাতিক টেস্ট র্যাংকিং-এ আট নম্বরে ওঠার সুযোগ রয়েছে স্বাগতিক বাংলাদেশের জন্য। কোনভাবে পরাজয় এড়াতে পারলেই আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজকে টপকে আট নম্বরে পৌছে যাবে বাংলাদেশ। এ মুহুর্তে দুই দলেরই রেটিং পয়েন্ট ৭২। তবে ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট আছে ওয়েস্ট ইন্ডিজ।
বর্তমান স্কোর
এ মুহুর্তে ৪ ওভার শেষে ১৩ রান নিয়ে ব্যাট করছে সফরকারী শ্রীলংকা। তবে লংকান শিবিরে এখন পর্যন্ত কোন আঘাত হানতে পারেনি টাইগাররা।