ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বুড়ো রাজ্জাকই এনে দিল প্রথম উইকেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০১, ৮ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ০০:১০, ৯ ফেব্রুয়ারি ২০১৮

চার বছর পর টেস্টে ডাক পেয়েছে স্পিনার আবদুর রাজ্জাক। ক্যারিয়ার শেষের শেষে থাকা ‘বুড়ো রাজ্জাক’ই এনে দিল প্রথম উইকেট।

ম্যাচের ষষ্ঠ ওভারে বল করতে এসে প্রথম বলেই করুণারত্নকে স্ট্যাম্পিং এর ফাঁদে ফেলেন রাজ্জাক। দলীয় ১৪ আর ব্যক্তিগত ৩ রানে এই ব্যাটসম্যানকে সাজঘরে ফেরান আবদুর রাজ্জাক। আর এর মধ্যে দিয়ে বাংলাদেশের হয়ে শ্রীলংকান শিবিরে প্রথম আঘাতটি হানেন আবদুর রাজ্জাক। আর এর মাধ্যমেই ঢাকা টেস্টে শুভ সূচনা করল টাইগাররা।

২০১৪ সালে এই শ্রীলংকার বিপক্ষেই সর্বশেষ টেস্ট খেলেছিলেন স্পিনার রাজ্জাক। ঠিক চার বছর পর নিজের ১৩ তম টেস্ট খেলতে মাঠে নামেন রাজ্জাক।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি