মাঠে ফিরেই চমক দেখাচ্ছে রাজ্জাক
প্রকাশিত : ১২:০৭, ৮ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৭:৫০, ৮ ফেব্রুয়ারি ২০১৮
দীর্ঘ চার বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেই উইকেটের দেখা পেলেন আব্দুর রাজ্জাক। সিরিজ জেতার মিশনে নামা মিরপুর টেস্টে শুরুতেই দলকে সাফল্য এনে দিয়েছেন এ বাঁহাতি স্পিনার। ফিরিয়েছেন শ্রীলঙ্কান ওপেনার দিমুথ করুনারত্নেকে।
এরপর ৬১ রানে দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। ব্যক্তিগত ১৯ রানে ডি সিলভার উইকেট তুলে নেন আরেক বাঁ হাতি তাইজুল ইসলাম। এরপর জোড়া আঘাত হানেন রাজ্জাক। তুলে নেন গুনাথিলাকা (১৩) ও প্রথম বলেই ফেরান অধিনায়ক চান্ডিমালকে (০)।
শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম, মিরপুরে চলমান দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে নেন লঙ্কান অধিনায়ক দিনেশ চান্ডিমাল।
চট্টগ্রামে প্রথম টেস্ট ম্যাচ ড্রয়ের পর সিরিজ নির্ধারনী দ্বিতীয় টেস্ট ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী দুই দল। বাংলাদেশ দলে আছে দুটি পরিবর্তন সানজামুল ইসলামের স্থানে খেলছেন আব্দুর রাজ্জাক ও মোসাদ্দেক হোসেনের পরিবর্তে সাব্বির রহমান। এই সিরিজে চোটের কারণে খেলছেন না বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত স্কোর : শ্রীলঙ্কা ১০৫/৪, ৩১ ওভার।
এসএ/