টপ অর্ডারের ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
প্রকাশিত : ১৬:২২, ৮ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৭:৪৯, ৮ ফেব্রুয়ারি ২০১৮
ঢাকা টেস্টে `নায়ক` বনে গেল উইকেট! শুরুতেই শ্রীলঙ্কার ইনিংস দেখে অনুমান করা যায়। পরে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামার পরই দেখা গেলো এর আসল রূপ। এ বিভীষিকাময় উইকেটে মাত্র ২৮ রান তুলতেই টপ অর্ডারের তিন সেরা পারফর্মারকে হারিয়েছে বাংলাদেশ। সুরঙ্গা লাকমালের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে যান তামিম ইকবাল (৪)। পরের ওভারে রান-আউট হয়ে যান চট্টগ্রাম টেস্টে জোড়া সেঞ্চুরি করা মুমিনুল হক।
সবশেষ সাজ ঘরে ফেরেন বাংলাদেশের আরেক নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তিনি ফেরেন মাত্র ১ রান করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৬ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৯ রান।
এর আগে আজ বৃহস্পতিবার চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬৫.৩ ওভারে ২২২ রানে অল-আউট হয়ে যায় সফরকারি শ্রীলঙ্কা। দীর্ঘ ৪ বছর পর জাতীয় দলে ফেরা আব্দুর রাজ্জাকের ঘূর্ণিতে এবং লিটন দাসের দ্রুততায় স্টাম্পড-এ দলীয় ১৪ রানেই ফিরে যান করুনারত্নে (৩)। পরে ৪৭ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন কুশল মেন্ডিস আর ধনাঞ্জয়া ডি সিলভা। পরে তাইজুলের ঘূর্ণিতে সাব্বির রহমানের তালুবন্দি হয়ে ফিরেন ধনাঞ্জয়া (১৯)।
ইনিংসের ২৮তম ওভারে পুনরায় মঞ্চে আসন আব্দুর রাজ্জাকের। তার প্রথম বলেই দানুশকা গুনাথিলাকার (১৩) দেওয়া ক্যাচটি অবিশ্বাস্য দক্ষতায় তালুবন্দি করলেন মুশফিকুর রহিম। পরের বলেই অধিনায়ক দিনেশ চান্দিমালকে (০) বোল্ড করে দেন রাজ্জাক। লাঞ্চ বিরতির পর শ্রীলঙ্কার দলীয় ১০৯ রানে ওপেনার কুশল মেন্ডিস (৬৮) রাজ্জাকের চতুর্থ শিকার হন। ১ রানের ব্যবধানে উইকেটকিপার ব্যাটসম্যান নিরোশান ডিকাভেলাকে (১) বোল্ড করেন তাইজুল।
১১০ রানে ৬ উইকেট হারানোর পর প্রতিরোধের চেষ্টা করেন দিলরুয়ান পেরেরা এবং রোশান সিলভা। ৫২ রানের এ জুটিকে ভাঙেন তাইজুল ইসলাম। এই ঘূর্ণি বোলারের বলে পেরেরার ক্যাচ নেন মুমিনুল হক। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি দিলরুয়ান পেরেরা। ১৬২ রানে ৭ম উইকেটের পতন ঘটে শ্রীলঙ্কার।
দিনের খেলায় স্পিনারদের ভিড়ে একমাত্র পেসার হিসেবে আড়ালেই পড়ে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। অবশেষে ইনিংসের ৫৮তম ওভারে তার সেই আক্ষেপ ঘুচল। আকিলা ধনাঞ্জয়াকে (২০) মুশফিকুর রহিমের তালুবন্দি করলেন কাটার মাস্টার। এক ওভার পরেই সেই মুশফিকের হাতেই ধরা পড়লেন রঙ্গনা হেরাথ। ৫৬ রান করা রোশেন সিলভা তাইজুলের বলে লিটন দাসের হাতে ক্যাচ দেওয়ার সাথে সাথেই ২২২ রানে থামল শ্রীলঙ্কার প্রথম ইনিংস। ৪টি করে উইকেট নিলেন রাজ্জাক আর তাইজুল। হাড়কিপ্টে মুস্তাফিজ ১১ ওভারে ৪ মেডেনসহ মাত্র ১৭ রানে তুলে নিলেন ২ উইকেটে।
আর/টিকে